উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় বেশ কয়েকটি স্থান পেল বরাক: বাণিজ্যে প্রথম শিলচরের অসীম সরকার
খরা কাটলো, উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় এবার স্থান পেল বরাকের পড়ুয়ারা। শিলচর বিবেকানন্দ কমার্স কলেজের অসীম সরকার ৪৭৪ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে।
শিলচর সরকারী উচ্চতর মাধ্যমিক স্কুলের ডেইজি পাঠক বিজ্ঞান শাখায় ৪৭৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে।
বাণিজ্য বিভাগে ৪৫৫ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে বিবেকানন্দ জুনিয়র কলেজের বৃন্দা রায় ।
৪৫৮ নম্বর পেয়ে বিজ্ঞানে সপ্তম স্থান দখল করেছে করিমগঞ্জ জুনিয়র কলেজ অফ সাইন্স’ হাইলাকান্দির হর্ষ গোলচা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২,৪২,৮৪৩ জন পরীক্ষার্থী এবার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। এর মধ্যে কলা বিভাগের পড়ুয়া হল ১,৮৬,১৮৭, বিজ্ঞান
বিভাগে ৩৭,৪৫৫ এবং বাণিজ্য বিভাগে ১৮,২৯১ জন।
বিজ্ঞান শাখার মেধা তালিকা :
প্রথম স্থান:
১) সায়ন্ত মজুমদার, দরং কলেজ শোণিতপুর জেলা, প্ৰাপ্ত নম্বর ৪৭৮ ;
(খ) বিতপন আরন্ধরা, রামানুজন জুনিয়র কলেজ, নগাঁও, প্ৰাপ্ত নম্বর ৪৭৮;
দ্বিতীয় স্থান:
১) ডেইজি পাঠক, শিলচর সরকারি বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কাছাড়। প্ৰাপ্ত নম্বর ৪৭৭।
২)দিশান্ত শইকীয়া, তেজপুর বেংগলী বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শোণিতপুর। প্ৰাপ্ত নম্বর ৪৭৭।
তৃতীয় স্থান:
১) হৃদিপ্ৰিয়ম শৰ্মা, রামানুজন জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৭৬।
চতুৰ্থ স্থান:
১) দিপ্তদীপ ভট্টাচাৰ্য, চল্টব্ৰুক একাডেমি, ডিব্ৰুগড়। প্ৰাপ্ত নম্বর ৪৭৫।
২) হিরকজ্যোতি হাজরিকা, মেট্ৰিক্স জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৭৫।
পঞ্চম স্থান:
১) প্ৰাৰ্থ প্ৰতিম সহরীয়া, দেওমরনৈ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দরং। প্ৰাপ্ত নম্বর ৪৭৩।
২) আয়াম কৌশিক মহন্ত, রামানুজন জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৭৩।
৩) বিশাল বরুয়া, রামানুজন জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৭৩।
ষষ্ঠ স্থান:
১) অভিলেখ ঠাকুরীয়া, আনন্দরাম বরুয়া একাডেমি, বরপেটা। প্ৰাপ্ত নম্বর ৪৭২।
২) নম্ৰতা নাথ, বঙাইগাঁও রিফাইনেরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, চিরাং। প্ৰাপ্ত নম্বর ৪৭২।
৩) তন্নয়ী হাজারিকা, চল্টব্ৰুক একাডেমি, ডিব্ৰুগড়। প্ৰাপ্ত নম্বর ৪৭২।
৪) ইমদাদুল হুসেইন, প্ৰাগজ্যোতিকা জুনিয়র কলেজ যোড়হাট। প্ৰাপ্ত নম্বর ৪৭২।
৫) সপ্তদ্বীপ সাহা, সাইবিকাশ জুনিয়র কলেজ, কামরূপ (মেট্ৰো)। প্ৰাপ্ত নম্বর ৪৭২।
৬) শুভ্ৰজ্যোতি পল, দরং কলেজ, শোণিতপুর। প্ৰাপ্ত নম্বর ৪৭২।
সপ্তম স্থান :
১) ঋদ্ধিমান শৰ্মা, প্ৰজ্ঞা একাডেমি জুনিয়র কলেজ, যোড়হাট। প্ৰাপ্ত নম্বর ৪৭১।
অষ্টম স্থান:
১) সুকন্যা ফুকন, প্ৰজ্ঞা একাডেমি জুনিয়র কলেজ, যোরহাট। প্ৰাপ্ত নম্বর ৪৭০।
২) জীবনজ্যোতি কলিতা, সাইবিকাশ জুনিয়র কলেজ, কামরূপ (মেট্ৰো)। প্ৰাপ্ত নম্বর ৪৭০।
৩) সুভাশিষ দে, রামানুজন জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৭০।
নবম স্থান:
১) অভিজনন দি বারহৈ, রামানুজন জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৬৯।
দশম স্থান:
১) নিশিতা পাঠক, বঙাইগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বঙাইগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৬৮।
২) তিতিক্ষা নাথ, সল্টব্ৰুক একাডেমি, ডিব্ৰুগড়। প্ৰাপ্ত নম্বর ৪৬৮।
৩)পূজা গুপ্তা, কনসেপ্ট জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৬৮।
৪) কৌস্তভ কিশোর কলিতা, রামানুজন জুনিয়র কলেজ, নগাঁও। প্ৰাপ্ত নম্বর ৪৬৮।
৫) মৃদুস্মিতা বৰ্মন, চামতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, নলবাড়ী । প্ৰাপ্ত নম্বর ৪৬৮।
কলা বিভাগে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে খুশবু ফিরদৌস। ৪৭৮ মার্কস পেয়ে খুশবু প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। দরং জেলার ব্রিলিয়ান্ট একাডেমী জুনিয়র কলেজর ছাত্রী খুশবু।
রাজ্যে দ্বিতীয় হয়েছে যৌথভাবে যোড়হাট প্রাগজ্যেতিকা জুনিয়র কলেজের ছাত্র কৌশিক কাছারি ও নগাঁও কনসেপ্ট জুনিয়র কলেজের গীতাঞ্জলি বড়ঠাকুর। উভয়ের প্রাপ্ত নম্বর ৪৭৫।
রাজ্যে তৃতীয় হয়েছে যোড়হাট ক্রিসেন্ট একাডেমীর ছাত্রী কন্যাশ্রী ভগবতী। তার প্রাপ্ত নম্বর ৪৭৪।
Comments are closed.