Also read in

মাত্রাতিরিক্ত ভিড় ; ফাটক বাজার এবং নিউ মার্কেটের সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হল

করোণা সংক্রমণের ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফাটক বাজার এবং নিউমার্কেটে চলছিল কেনাকাটা। ন্যূনতম শারীরিক দূরত্ব বজায় না থাকায় শেষমেষ ফাটক বাজার এবং নিউমার্কেট এলাকার দোকানপাট বন্ধ রাখার মত কড়া নির্দেশ দিতে বাধ্য হল কাছাড় জেলা প্রশাসন।

আজ ২২শে মে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জাল্লি, আইএএস স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, নভেল করোনা ভাইরাস COVID-19 মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ হবার পরিপ্রেক্ষিতে এই ভাইরাসের সংক্রমণ তথা জীবনহানি রোধকল্পে লকডাউন এর নির্দেশিকা মেনে চলতে পরামর্শ দেওয়া সত্ত্বেও বেশ কিছু মানুষ এ ধরনের পরামর্শ না মেনে ভিড় করেন l এছাড়া খোলা রাস্তার পাশে দোকানপাট নিয়ে বসা এবং বিভিন্ন দোকানদার তাদের দোকান ফুটপাত পর্যন্ত সম্প্রসারিত করে ফেলার ফলে মানুষের ভিড় হবার অন্যতম কারণ হতে দেখা গেছে l
এর পরিপ্রেক্ষিতে শিলচরের ফাটক বাজার এবং নিউমার্কেট এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন l
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে l ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ এর ৩৪ নং ধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে।

Comments are closed.