শুরু হলো বরাক বইমেলা, ২০১৮
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হলো বরাক বইমেলা, ২০১৮। স্থানীয় সার্কিট হাউস রোডের বিপিন চন্দ্র পাল সভাস্থলে আজ বিকেলে এই বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের বন, পরিবেশ আবগারি এবং মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
উদ্বোধন করে মৎস্যমন্ত্রী বলেন, “বইয়ের কোন বিকল্প নেই, বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও বই মানুষের কাছে জ্ঞানের উৎস; বই আমাদেরকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।” উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম বক্তা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, “বইমেলায় শহরের নাগরিকদের বিশেষ করে যুব প্রজন্মের আরো বেশি সংখ্যায় সাড়া দেওয়া উচিত”।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, পুরপতি নীহারেন্দ্র নারায়ন ঠাকুর, কবি জিতেন নাগ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল দেব, সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বই মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বইমেলায় কলকাতা, দিল্লি, আগরতলা এবং শিলচরের চল্লিশটিরও বেশি প্রকাশক ও পুস্তক বিক্রেতা বিভিন্ন স্বাদের বই নিয়ে যোগদান করেছেন। বই কেনাবেচার পাশাপাশি প্রতিদিন থাকছে সাহিত্য বাসর, আলোচনা সভা, ছাত্রছাত্রীদের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
Comments are closed.