Also read in

 প্রধানমন্ত্রীর সভার ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, আহত ২

আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক ব্যক্তি এবং গুরুতরভাবে আহত হন আরো দুইজন। ন্যাশনাল হাইওয়েতে তাঁরা তিনজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার ব্যানার লাগাচ্ছিলেন এবং তা করতে গিয়ে ভুলবশত কারেন্টের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

একজন প্রত্যক্ষদর্শী আমাদের জানান যে, স্থানীয়রা হৈচৈ দেখে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ততক্ষণে একজনের মৃত্যু হয় গেছে, বাকি দুজন আহত। সঞ্জু দাস নামের একজন ব্যবসায়ী তাঁর উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বুলন শাহর বুকে হাওয়া পাম্প করা শুরু করেন। এতে সে কিছুটা সাড়া দেয় এবং তাঁকে ভ্যালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তথ্য অনুযায়ী, মৃত মন্তোশ দাস করিমগঞ্জের পাকুয়া এলাকার অধিবাসী। তাঁর বয়স ২৫ বছর এবং তিনি একজন সব্জি বিক্রেতা। দৈনন্দিন কাজের জন্য ন্যাশনাল হাইওয়ের বাজারে যেতেন।

“একজনকে ভ্যালি হাসপাতালে রাখা হয়েছে, অন্যজন গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহটিকেও মেডিকেলে রাখা হয়েছে” জানান একজন স্থানীয় ব্যক্তি।

Comments are closed.