Also read in

রাজ্যব্যাপী জিএনএম নার্সদের আন্দোলন স্থগিত, জনমনে স্বস্তি

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, সারা আসাম নার্স সংস্থা তাদের পাঁচ দিনব্যাপী আন্দোলন আজ দুপুর দুটো নাগাদ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। “সরকার আমাদের প্রধান দাবি সম-পদ সম-বেতন মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং অন্যান্য দাবি নিয়ে খুব শিগগিরই আলোচনায় বসারও আশ্বাস দিয়েছেন, তারপর আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেই”, জানালেন নার্স অ্যাসোসিয়েশনের একজন বর্ষীয়ান সদস্যা।

 

সরকারের তরফ থেকে আগামী ৪ ডিসেম্বর আলোচনায় বসার জন্য ডাকা হয়েছে এবং ওই আলোচনার বিষয়বস্তু ও জানিয়ে দেওয়া হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন নির্ধারণের কথাও ওই এজেন্ডাতে রয়েছে। “আমরা আমাদের আন্দোলন তুলে নেইনি, সরকারি আশ্বাসের পরিপ্রেক্ষিতে শুধু বর্তমান স্বাস্থ্য পরিষেবার কথা বিবেচনা করে সাময়িক ভাবে স্থগিত রেখেছি । যদি সেরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আবার আমরা আন্দোলনে যাব” জানালেন তিনি।

 

এদিকে সংস্থার সভানেত্রী অঞ্জনা শইকীয়াকে তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য সংস্থার সদস্যরা বলে দিয়েছেন। উনি সরকারের সাথে যোগসাজশ করে গতকাল বিভিন্ন গণমাধ্যমে আন্দোলন ভেস্তে দেওয়ার প্রয়াস করেছিলেন বলে অভিযোগ।

 

সমস্ত রাজ্যে প্রায় ১২ হাজার এবং শিলচরে প্রায় ২০০ জন নার্স এই প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছিলেন। প্রকৃত শুশ্রূষার অভাবে গতকাল যোরহাট মেডিকেল কলেজে হাসপাতালে একটি শিশুর মৃত্যু হয়। এই ব্যাপারে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা জুনু চুটিয়া জানান, “এটা খুবই দুঃখজনক ঘটনা, ওই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। কিন্তু এই মৃত্যুর জন্য আন্দোলনকে দায়ী করা উচিত নয়। ডাক্তার-নার্সের উপস্থিতিতে ও শিশু মৃত্যু ঘটতে পারে। এর জন্য দায়ী সরকারি নীতি এবং পরিষেবা ব্যবস্থা”।

আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে সংশ্লিষ্ট সকল মহল স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Comments are closed.