বদরপুর স্টেশনে রেলওয়ে ওয়াগনে কয়েক কোটি টাকার বেআইনি বার্মিজ সুপারি, চাঞ্চল্য উপত্যকা জুড়ে
এক চাঞ্চল্যকর ঘটনায় আজ রেলওয়ে পুলিশের সহায়তায় করিমগঞ্জ পুলিশ মালবাহী ট্রেন থেকে কয়েক কোটি টাকার সুপারি বাজেয়াপ্ত করল, যেগুলো বার্মা থেকে চোরাইপথে আমদানি করা হয়েছিল। বিভিন্ন ধরনের নিয়মকানুন শেষে আজ সকালে এই বগিগুলো খোলার প্রক্রিয়া শুরু হয়।
২৫০ বস্তা সুপারি ১টি বগি থেকে বের করা হয়। এরকম ১৫টি বগি সুপারি বুঝাই হয়ে আছে। “আমরা প্রতিটি বগি পরীক্ষা করা শুরু করেছি। আমাদের কাছে তথ্য রয়েছে যে, এই ট্রেনের পনেরোটা বগিতে এই ধরনের সন্দেহজনক বার্মিজ সুপারি রয়েছে। ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে” , জানালেন করিমগঞ্জ পুলিশ অধীক্ষক পদ্মনাভ বড়ুয়া।
পুলিশ অধীক্ষক বড়ুয়া আরও জানান , “এরমধ্যে ১০ টি বগি জিরিঘাট থেকে এসেছিল এবং পাঁচটি আসে ধর্মনগর থেকে। ” এই রেলগাড়িতে থাকা সুপারি গুলো কলকাতায় আংশিক এবং বাকিগুলো উত্তর প্রদেশ এবং দিল্লিতে নামানোর কথা ছিল”।
এই মুহূর্তে পুলিশের তরফ থেকে জব্দ করা সুপারির বাজার মূল্য সম্বন্ধে কিছু খোলাসা না করা হলেও অনুমান করা হচ্ছে এর বর্তমান বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা হবে। “আমরা সবগুলো বগি পরীক্ষা করব, তারপর পরিমাণ সম্বন্ধে বলা যাবে”, বলেন এসপি।
এখানে উল্লেখ্য যে, এ পর্যন্ত বরাক উপত্যকায় বাজেয়াপ্ত হওয়া বেআইনি বার্মিজ সুপারির এটাই সবচেয়ে বড় চালান এবং আজকের এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে, সুপারি মাফিয়ারা এখন রেলওয়েকে তাদের নিরাপদ করিডর হিসেবে বেছে নিয়েছে।
বেসরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ অধীক্ষক পদ্মনাভ বড়ুয়ার সাথে এই ব্যাপারে কথা বলেছেন।রেলওয়ে ওয়াগণ থেকে এই বিপুল পরিমাণ বেআইনি বার্মিজ সুপারি উদ্ধার হওয়ার ঘটনায় উপত্যকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.