১৫ রোহিঙ্গা অনুপ্রবেশকারী গ্রেফতার বদরপুরে, "ওরা আলিগড় থেকে এসেছে, গন্তব্য ছিল আগরতলা," জানালেন এক আধিকারিক
আজ সকাল ন’টায় বদরপুর রেল স্টেশনে কিছু লোকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে বদরপুর রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ) এর। সাথে সাথে সাব-ইন্সপেক্টর বিনোদ কুমার এবং অন্যান্যরা তৎপরতার সাথে ২৫ জন লোককে আটক করেন যারা শিলচর-আগরতলা ট্রেন ধরতে যাচ্ছিল।
আরপিএফ আধিকারিকরা জিজ্ঞাসাবাদে করে জানতে পারেন যে, এই ১৫ জনের মধ্যে সবাই হচ্ছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী; এরা এই দেশে কোন বৈধ নথিপত্র ছাড়া প্রবেশ করেছিল । আরপিএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে, এই ১৫ জন উত্তরপ্রদেশের আলিগড় থেকে আসছে। ওরা শিলিগুড়ি পর্যন্ত সড়কপথে এসেছিল, শিলিগুড়ি থেকে শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিলচর আসে বিগত ২২ শে জুলাই এবং ২৩ শে জুলাই একটা হোটেলে থেকে ছিল। আজ ওরা আগরতলা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
আটক করা ১৫ জনের মধ্যে ৬টি শিশু ও রয়েছে যার মধ্যে দুটো ছেলে এবং তিনটি মেয়ে। এছাড়া ৬ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন। এদের সবাইকে জিআরপি’র কাছে হস্তান্তর করা হয়েছে।
বদরপুর জিআরপির অফিসার ইনচার্জ জানিয়েছেন যে, “এই ১৫ জন রোহিঙ্গাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শিগগিরই এদেরকে আদালতে পেশ করা হবে। আরপিএফ আধিকারিকরা তাদের উপস্থিত বুদ্ধি বলে অনুপ্রবেশকারীদের আটক করতে সমর্থ হয়েছেন। তবে আমরা ওদের সঠিক গন্তব্য স্থল কোথায়, তা এখনো জানা যায়নি। সম্ভবত এরা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল,” জানালেন সেই অফিসার ইনচার্জ।
Comments are closed.