Also read in

মাধ্যমিকে উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল করিমগঞ্জের এক শিক্ষার্থী

করিমগঞ্জ জেলার কর্ণমধু চাঁদপুর গ্রামে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে । এই গ্রামের এক নাবালিকা শিক্ষার্থী মাধ্যমিকে খারাপ ফলাফল হওয়ার কারণে নিজের জীবন শেষ করে দিয়েছে। শনিবার ঘোষিত অসমের সেবা’র মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এই নাবালিকা শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। আর এরই ফলে সে নিজের জীবন শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেয়।

জানা যায়, সুমনা বেগম নামের ১৫ বছর বয়সী এই শিক্ষার্থী করিমগঞ্জ জেলার কর্ণমধু চাঁদপুর গ্রামের বাসিন্দা মুক্তার আলির মেয়ে। সে কর্ণমধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

করিমগঞ্জের পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণ টেলিফোনের মাধ্যমে বরাক বুলেটিনকে জানান যে মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে নিজের জীবন শেষ করেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য রাখা রয়েছে। ময়নাতদন্তের পর লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

এখানে উল্লেখ করা যেতে পারে, শনিবার অসমে এ বছরের সেবা’র মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজ্যে পাশের হার ৬৪.৮০% এবং করিমগঞ্জ জেলায় পাশের হার ৫০.৭৩%।

Comments are closed.