লিঙ্গ ভিত্তিক হিংস্রতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের শুভ সূচনা
লিঙ্গ ভিত্তিক হিংসার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের শুভ সূচনা হলো আজ শিলচর পঞ্চায়েত রোডের ওয়ানস্টপ সেন্টারে। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি ফ্ল্যাগ দেখিয়ে এই ক্যাম্পেইনের শুভ সূচনা করলেন। সোশ্যাল অ্যাক্টিভিস্ট সানালেম্বি দেবী ও ‘সার্ভাইভার অফ ডোমেস্টিক ভায়োলেন্স এন্ড গ্যাং রেপ’র সুমনা রায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি প্রচার যাত্রা পরিচালনা করবেন। আসামের নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও নারীদের নির্যাতন প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসামের বিভিন্ন জেলা ঘুরে ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য,শিলচরের ওয়ানস্টপ সেন্টার এবং সেবা কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এখানে আরো উল্লেখ করা যেতে পারে, লিঙ্গ ভিত্তিক প্রতি হিংসার বিরুদ্ধে ১৬ দিনের এই ক্যাম্পেইন প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়ে সংঘটিত হয়। এই ক্যাম্পেইন প্রত্যেক বছর নারীদের বিরুদ্ধে প্রতিহিংসা দূরীকরণের আন্তর্জাতিক দিবস ২৫ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে শেষ হয়। আজকের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি, শিলচরের পুলিশ সুপার মুগ্ধ জ্যোতি মহন্ত, স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক সুদীপ জ্যোতি দাস, পার্থসারথি ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়ানস্টপ সেন্টারের সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর সুচেতা ভট্টাচার্য স্বাগত ভাষণ প্রদান করেন।
নারীদের আইনি লড়াইয়ের পাশাপাশি বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থনৈতিক এবং সামাজিক লড়াই চালিয়ে যেতে হয় মেয়েদের।নারীদের প্রতি হিংসাত্মক কার্যকলাপ প্রতিরোধ এবং নির্মূল করার জন্য আরো সমন্বিত এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।এনসিআরবি-র রেকর্ড অনুসারে মহিলাদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা এখনও সারাদেশে অন্যতম প্রধান সামাজিক কুফল। তাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সুরক্ষা কর্মকর্তা,আইনজীবী কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার পরিকল্পনাও এই ক্যাম্পেইনের অন্তর্গত বলে জানা যায়। যাত্রা শেষে তারা ১০ ডিসেম্বর নারীদের বিরুদ্ধে হিংসা প্রতিরোধ ও আসামের সমস্ত মহিলা ও বালিকাদের ক্ষমতায়নের দাবি সনদ আসামের সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী প্রমিলা রানী ব্রহ্মার কাছে উপস্থাপন করবেন।
Comments are closed.