কাছাড়ে আজ ১৬১ জন কোভিড পজিটিভ, শিলচর মেডিক্যাল কলেজে মৃতের সংখ্যা ৪
কাছাড় জেলায় রবিবারে এখন পর্যন্ত সর্বমোট ১৬১ জন কোভিড পজিটিভ হয়েছেন। পুর এলাকায় লকডাউনের জন্য জেলায় আজ ট্রাফিক চলাচল কম ছিল, ফলে আজ তুলনায় কোভিড টেস্ট কম হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, গত ২৪ ঘন্টায় ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বর্তমানে আইসিইউতে ১৬ জন রোগী রয়েছেন এবং ১০ জনের অবস্থা গুরুতর বলে তিনি জানান। মেডিক্যাল কলেজে এখন পর্যন্ত ৭৩,১৫৬ জনের পরীক্ষা হয়েছে।১৫৬ জন রোগী মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এখানে উল্লেখ করা যায়, শিলচর মেডিক্যাল কলেজে শুধুমাত্র উপসর্গ থাকা এবং হাই প্রোফাইলের রোগীদের চিকিৎসা করা হয়।
গত ২৪ ঘন্টায় কোভিড ব্লকে ভর্তি হওয়া চারজন রোগী মৃত্যুবরণ করেছেন এবং তারা সবাই পুরুষ, জানালেন ভাস্কর গুপ্ত। মৃত ব্যক্তিদের রিপোর্ট ডেথ অডিট বোর্ডে পাঠানো হবে। সেখান থেকে জানানো হবে যে এই মৃত্যুগুলো কোভিডের কারণে হয়েছে কিনা।
জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানান, প্রশাসন লক্ষ্য করছে যে বেশ কয়েকজন রোগী প্রথমে বলছেন যে তাদের কোন শারীরিক অসুবিধা নেই এবং তারা বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান। কিন্তু তারপর তাদের উপসর্গগুলো দেখা দিচ্ছে এবং অ্যাম্বুলেন্সের জন্য তারা অস্থির ভাবে আতঙ্কিত হয়ে কল করছেন।
“রোগীদের স্বাক্ষরিত প্রতিশ্রুতিতে উল্লেখ করা হয়েছে, ইমারজেন্সিতে স্থানান্তরিত করার ব্যাপারটা রোগী এবং শুশ্রুষাকারীর দায়িত্ব। এভাবে হঠাৎ করে আতঙ্কিত হয়ে এম্বুলেন্স ডাকলে প্রশাসনকে অসুবিধায় পড়তে হয়। তাদের অবশ্যই এ ধরনের শারীরিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা উচিত নয়, যেহেতু এটি তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে”, সুমন চৌধুরী উল্লেখ করেন।
Comments are closed.