Also read in

বরাকে আরো ১৭ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পরল; হাইলাকান্দির ১৩, কাছাড়ের ৪

সমগ্র দেশের সাথে আসাম বরাক উপত্যকায় ও সংক্রমণ বেড়ে চলেছে তবে এই উপত্যকায় এখন হাইলাকান্দিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘটছে দ্রুত। হাইলাকান্দিতে আজ আরো ১৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়ল । কাছাড়ের আরও তিন জনের দেহে আজ সংক্রমণ ধরা পড়েছে। তবে স্বস্তির কথা মোটামুটি সবারই ভ্রমন বৃত্তান্ত রয়েছে।

হাইলাকান্দি জেলায় আজ বুধবার একইদিনে ১৩ জন ব্যক্তির শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫৬ জনে। জেলা স্বাস্থ্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ আক্রান্ত ব্যক্তিরা হলেন,

মহিব উদ্দিন লস্কর (২২), আবির উদ্দিন চৌধুরী (১৮), জাবির হোসেন চৌধুরী (২১), খাইরুজ্জামান লস্কর (২৩), ওসমান গনি লস্কর (২৫), ফজল হোসেন চৌধুরী (২৪), সাইদুল হোসেন চৌধুরী (২৫) নাজমুল হক মাজারভুঁইয়া (৩৫), পারুল হোসেন তালুকদার (২৬), আখতার উদ্দিন লস্কর (২২), জাকির হোসেন শেখ (১৯) এবং জাহিদুল ইসলাম লস্কর (২০)।

এই ১৩ জন লালার উপকণ্ঠের জয়মঙ্গল হাইস্কুলের কোয়ারানটাইন কেন্দ্রে ছিলেন। আক্রান্ত রোগীদেরকে এস কে রায় সিভিল হাসপাতালে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কাছাড় জেলার আজকের আক্রান্তরা হলেন, ধলছড়ার বিনোদ কুর্মি (৫০), বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের খয়রুল হক চৌধুরী (২৪), বারিকনগরের কাজল হোসেন চৌধুরী (২৭) এবং দয়াপুরের রুবেল বড় ভূঁইয়া (২১)।

এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে এক টুইটে জানিয়েছেন, সমগ্র আসামে আক্রান্তের সংখ্যা ৪৬০৫, এরমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৬৪২ জন, ৮ জন মারা গেছেন, ৩ জন অন্যত্র চলে গেছেন । বর্তমানে চিকিৎসাধীন সক্রিয় রোগী রয়েছেন ১৯৫২ জন।

Comments are closed.