অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল, আত্মহত্যা করল বালাছড়ার সপ্তদশী
কাছাড় জেলার বড়খলা নির্বাচনী এলাকার বালাছড়ায় গতকাল এক ১৭ বর্ষীয়া আত্মহত্যার পথ বেছে নিল। প্রাপ্ত তথ্যঅনুযায়ী, তার এক অশ্লীল ছবি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দেয় এক যুবক।
সুজিত দাস নামের এক যুবক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়েটির অশ্লীল ছবি আপলোড করে বলে জানা গেছে। মেয়েটির পরিবারের তরফ থেকে থানায় প্রাথমিক এজাহার দাখিল করা হয়। কিন্তু এই আঘাত সহ্য করতে না পেরে মেয়েটি মৃত্যুর পথ বেছে নেয়। নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
তবে স্থানীয়রা আশঙ্কা করছেন যে এটা নিছক আত্মহত্যার ঘটনা না হয়ে অন্য কিছুও হতে পারে।
ঘটনার খবর পেয়ে বড়খলা থানার পুলিশ দল অকুস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.