Also read in

দুধপাতিলে বজ্রপাতে মারা গেল ১৭ বছরের তরুণ

বড়খলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ছোটদুধপাতিল গাঁও পঞ্চায়েতের বৌলা হাওর অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বজ্রপাতে প্রাণ হারিয়েছে মহেশ্বর দাস নামের ১৭ বছরের এক তরুণ। স্থানীয় জনগণের সূত্রে জানা গেছে পরিবারের ছোট ছেলে সে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বাবার সঙ্গে ধানখেতে কাজ করছিল। ওই এলাকায়ই তাদের বাড়ি, দুই ভাই এবং মা-বাবা মিলে কৃষিকার্য করেন, সঙ্গে রয়েছে গরু ইত্যাদি অন্যান্য গৃহপালিত পশুও।

এদিন সন্ধ্যে হওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ করেই ঝড়ো হাওয়া বইতে থাকে এবং ছেলেটি তার বাবার সঙ্গে ধানক্ষেত থেকে গরুগুলো ঘরে আনার কাজ করছিল। তার বাবা বাড়িতে পৌঁছে গেলেও সে তখন ধানক্ষেতে ছিল এবং হঠাৎ করেই বজ্রপাত হয়, এর শিকার হয় মহেশ্বর। সঙ্গে সঙ্গে তার বাবা মোহনলাল দাস সহ পরিবারের লোকেরা দৌড়ে গিয়ে দেখেন সে ছটফট করছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি রঞ্জিত কুমার সরকার জানিয়েছেন, “সম্প্রতি তারা এলাকায় থাকতে শুরু করেছেন এবং মুলত কৃষি কাজ করেন। এদিন বিকেলে খুব একটা বৃষ্টি না হলেও ছোটখাটো তুফান হয়েছে এবং বজ্রপাত হয়েছে। এতেই ছেলেটি আক্রান্ত হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই দুঃসময়ে আমরা পরিবারের পাশে আছি।”

জেলা দুর্যোগ মোকাবিলার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।

এছাড়া উধারবন্দের গোসাইপুর জিপি এলাকায় বৃহস্পতিবার বিকেলে এক বাড়িতে ছোট শিশু এবং তার মা আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা জয়নাল উদ্দীন লস্কর, তার স্ত্রী এবং চার শিশু সন্তানদের নিয়ে তুফানের সময় নিজের বাড়িতেই ছিলেন। প্রচন্ড বাতাসে হঠাৎ করে ঘরের একটি অংশ ভেঙে তাদের উপরে পরে যায়। এতে জয়নাল উদ্দিন লস্করের স্ত্রী এবং এক শিশু সন্তান আহত হয়।

Comments are closed.

error: Content is protected !!