Also read in

কাছাড়ে ১৭৪ জন কোভিড পজিটিভ, শিলচর মেডিক্যাল কলেজে মৃত্যু ৪, আইসিইউতে শয্যা বৃদ্ধির আশ্বাস প্রশাসনের

কাছাড়ে আজও প্রচুর সংখ্যক কোভিড পজিটিভ ধরা পড়েছে। জেলা প্রশাসন জানিয়েছে যে মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত জেলায় ১৭৪ জন কোভিড ধরা পড়েছেন।

শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ড: ভাস্কর গুপ্ত জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে।এদিকে রোগীদের অনেক দেরি করে হাসপাতালে ভর্তি হওয়াকে শিলচর মেডিক্যাল কলেজে মৃত্যুর হার বাড়ার কারণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে।

প্রচুর সংখ্যক রোগী শেষ মুহূর্তে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি হন, যেখানে চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে বেশি সময় থাকে না। অনেকেই বলছেন যে শিলচর মেডিক্যাল কলেজে যথাযথ চিকিৎসা হয় না,কিন্তু এটা মোটেই সত্য নয়।রোগীদের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল ওষুধগুলো বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দেওয়া হচ্ছে। কাজেই এটা গুরুত্বপূর্ণ যে আমাদের গুজবে কান দেওয়া উচিত নয় বলে উল্লেখ করেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি।

তিনি সেই সঙ্গে এও আশ্বস্ত করেন যে খুব শিগগিরই কোভিড আইসিইউতে শয্যা সংখ্যা বাড়ানো হবে। এখানে উল্লেখ্য, দুদিন আগে জেলা প্রশাসক কীর্তি জল্লি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।

Comments are closed.

error: Content is protected !!