বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো বরাক উপত্যকার বিট্টু, গুরুতর আহত দুই
হাইলাকান্দির লালা থানাধীন আব্দুল্লাপুর এলাকায় জাতীয় সড়কে সোমবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হল বাইক চালকের। আর গুরুতরভাবে জখম হলেন আরও দুই জন।
নিহত বাইক চালকের নাম বিট্টু দুসাদ (১৮)। বাড়ি লালার কৈয়া চা বাগানে। এ ঘটনায় গুরুতর আহত হলেন আরও দুজন। আহতরা হলেন রাকেশ সাহু (১৯) ও সুশীল দাস (৫০)। রাকেশের বাড়ি কৈয়া বাগানে ও সুশীলের বাড়ি শনবিল ।রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মর্মান্তিক বাইক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল আড়াইটা নাগাদ লালার আব্দুল্লাপুর এলাকায় জাতীয় সড়কের উপর। জানা গেছে, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটে বাইক চালক বিট্টুর। বাইক সংঘর্ষের বিকট শব্দে দ্রুত স্থানীয় লোকজন ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকারোহীদের উদ্ধার করে দ্রুত চিকিৎসারর জন্য লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। কিন্তু হাসপাতালে পৌঁছার আগে মৃত্যু ঘটে গুরুতর আহত হওয়া কৈয়া বাগানের বিট্টুর।অপর দুজনকে লালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আঘাত গুরুতর হওয়ায় দ্রুত তাদেরকে শিলচর মেডিক্যালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আব্দুল্লাহপুর ফাড়ির ইনচার্জ এস রায়। ছুটে যান লালা থানার পুলিশও। পুলিশ মৃত যুবকের লাশ ময়না তদন্তের জন্য হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করেছে। জানা গেছে, বিট্টুরা এদিন গ্রামের অন্য একজনের বাইক নিয়ে লালায় এসেছিল। আর লালা থেকে বাড়ি ফেরার পথে আব্দুল্লাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাইকারোহী ছিটকে গিয়ে জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়েন। আরও জানা গেছে, বিট্টু ও রাকেশ একই বাইকে ছিলেন।
Comments are closed.