Also read in

কোভিড-১৯ : আজ কাছাড় জেলায় বিএসএফের ১১, সেনাবাহিনীর ৪, পুলিশের এক জওয়ান সহ সর্বমোট আক্রান্ত ১৯

আজকের দিনে এখন পর্যন্ত কাছাড় জেলার আরো ১৯ জনের দেহে কোভিড সংক্রমনের সংবাদ এসেছে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে যে, কাছাড় জেলার হরিনগর এলাকার জয়পুর পুলিশ স্টেশনের ৩৫ বছর বয়স্ক আশরাফুল আলম বড়ভূঁইয়ার সোয়াব সেম্পল পজিটিভ এসেছে। বর্তমানে চালু থাকা ‘অসাম টার্গেটেড সার্ভাইল্যান্স প্রোগ্রামের’ অধীনে উনার এই পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল। উল্লেখ্য, মেডিকেল বুলেটিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশরাফুল আলমের সম্প্রতি কোন ভ্রমণ বৃত্তান্ত নেই।

বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে এসপি মানবেন্দ্র দেব রায় জানান, “এটিএসপি’র অধীনে ২৫ জন পুলিশ আধিকারিকের কোভিড পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে একজনের পজিটিভ এসেছে । এখন জয়পুর পুলিশ স্টেশন কোয়ারেন্টাইন সেন্টার হয়ে যাবে।”

এদিকে, ত্রিপুরা রাজ্যে বিএসএফ ক্যাম্পে ব্যাপক হারে করোনা সংক্রমনের ঘটনার পর এবার কাছাড়ের ধলছড়া বিএসএফ ক্যাম্পে ও জাওয়ানদের দের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সংবাদ পাওয়া গেল আজ। শিলচর মেডিকেল কলেজ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আজ ১১ জন বিএসএফ জওয়ানের কোভিড পজিটিভ এসেছে।

এরা হলেন ৫৪ বছর বয়স্ক নন্দলাল; ৫৩ বছর বয়স্ক মুন্সি রাম; ৩২ বছরের সুদীপ্ত নাথ; ৪৭ বছরের অশোক কুমার; ৫৬ বছরের দেবেন্দর সিং, ২৭ বছর বয়স্ক বিশাল ঝা; ৩৯ বছরের রাধে শ্যাম; ৩৫ বছরের তেজ সিং; ৫২ বছর বয়স্ক দেবী লাল; ৩৮ বছরের প্রণয় সরকার; ৩১ বছরের সুনীল কুমার এবং ৩৫ বছর বয়স্ক তেজ সিং।

তাছাড়া মাসিমপুর সেনা ছাউনির চারজনের দেহেও কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এরা সেনাবাহিনীর কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন বলে জানা গেছে। এই চারজন হলেন, ৩৩ বছর বয়স্ক রবিন্দর রেড্ডি; ২৭ বছর বয়স্ক সন্দিপ ; ২৫ বছর বয়স্ক জিজিশ এবং ৩৫ বছর বয়স্ক উমেশ কুমার।

আজ কাছাড় জেলায় পুলিশ, সেনাবাহিনী এবং অর্ধ সৈনিক বাহিনীর জওয়ান ছাড়াও যাদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে এরা হলেন,

বেঙ্গালুরু থেকে আসা কাটিগড়া এলাকার ২৩ বছর বয়স্ক তাজিম উদ্দিন তালুকদার; অন্ধ্রপ্রদেশ থেকে আসা ধলাই এলাকার ৩৭ বছর বয়স্ক বাহার উদ্দিন লস্কর; বেঙ্গালুরু থেকে আসা ২৮ বছর বয়স্ক ধলাই এলাকার আবদুল কাসিম বড় ভূঁইয়া । এরা সবাই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।

Comments are closed.