Also read in

সোমবার কাছাড়ে আক্রান্ত ১৯৪, একদিনে ২৬০০ স্যাম্পল টেস্ট করে রেকর্ড

সোমবার কাছাড় জেলায় মোট ২৬০০ জন ব্যক্তির সোয়াব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে, এতে ১৯৪ জন পজিটিভ হয়েছেন। রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ১৭৮ জন এবং বাকিরা আরটিপিসিআর টেস্টে পজিটিভ হয়েছেন। এছাড়া অনেকেই সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, সংখ্যা বৃদ্ধি হওয়ার মানে এই নয়, পরিস্থিতি হঠাৎ করে নাগালের বাইরে চলে গেছে। এখন আগের থেকে অনেক বেশি মানুষের পরীক্ষা হচ্ছে, ফলে পজিটিভের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামীতে পরিস্থিতি এমনটা হবে, প্রতিদিন অন্তত ২৫০ বা তার থেকে বেশি পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যাবে। এছাড়া বাড়িতে থেকে চিকিৎসার সংখ্যাও আগে থেকে বৃদ্ধি পেয়েছে। আগামীতে আরো অনেক বেশি মানুষ বাড়িতে থেকে চিকিৎসা পাবেন।

সুমন চৌধুরী বলেন, শুধুমাত্র অ্যাসিমপ্টোমেটিক অর্থাৎ উপসর্গ না থাকা রোগীদের বাড়িতে থেকে চিকিৎসার অনুমতি মিলবে। ইতিমধ্যে অনেকেই সরকারের দেওয়া ক্রাইটেরিয়া পূরণ করে বাড়িতে থেকে চিকিৎসা পাচ্ছেন। আগামীতে এ সংখ্যা বৃদ্ধি পাবে। যদিও যারা বাড়িতে চিকিৎসার জন্য আবেদন করবেন তারা নিজেদের সব ধরনের ব্যবস্থা নিজেরাই করবেন বলে লিখিতভাবে স্বাস্থ্য বিভাগকে জানাবেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনে তাদের সাহায্য করা হবে। এই পরিস্থিতি সামাল দিতে একে অন্যের পাশে থেকেই কাজ করতে হবে।

গত সপ্তাহে প্রায় প্রতিদিন কাছাড় জেলায় দেড়শ থেকে আড়াইশো ব্যক্তি পজিটিভ হয়েছেন। রবিবার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড কেয়ার সেন্টার বৃদ্ধি করা হচ্ছে। রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক অনুরাগ গোয়েল বরাক উপত্যকা সফরে রয়েছেন। প্রথম দুই দিন কাছাড় জেলায় কাটিয়ে রবিবার হাইলাকান্দি পরিদর্শন করেন তিনি।

তিনি বলেন, রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের জন্য চিকিৎসা পরিকাঠামো উন্নতি করতে হবে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও বাকি সরকারি হাসপাতাল এবং অন্যান্য কয়েকটি এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তিদের রেখে চিকিৎসা করা হচ্ছে।

Comments are closed.