ফুলেরতলে রেকর্ড সংখ্যক আনারস উৎপাদন; দেড় হাজার হেক্টর জমিতে আড়াই কোটি আনারস
এবার কাছাড় জেলায় রেকর্ড সংখ্যক আনারস উৎপাদন হয়েছে। ফুলেরতল অঞ্চলে বিশাল জমি জুড়ে প্রচুর পরিমাণ আনারস উৎপাদন করা সম্ভব হয়েছে। পরিসংখ্যানে জানা গেছে, চলতি বর্ষাকালীন মরসুমে কাছাড় জেলার ফুলেরতলে দেড় হাজার হেক্টর জমিতে আনারস চাষ করা হয়। এই চাষ থেকে আড়াই কোটি আনারস উৎপাদন করা সম্ভব হয়েছে।
জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে চলতি অর্থবছরে জেলায় ৯৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন খাদ্যশস্য চাষ করা হয় এবং এই চাষের ফলে ৪ লক্ষ ৮ হাজার ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব হয়েছে।
তাছাড়া জেলায় ১১ হাজার 200 হেক্টর ভূমিতে গ্রীষ্মকালীন ধান উৎপাদন হয়েছে ৪৭ হাজার ৪০ মেট্রিক টন। সব মিলিয়ে জেলার মোট ১১ লক্ষ ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে সর্বমোট খাদ্য পণ্য উৎপাদন হয়েছে ৫ লক্ষ ২ হাজার ৭৯০মেট্রিক টন।
অন্যদিকে জেলায় তৈলবীজ উৎপাদন করা হয়েছে ২৮৫০ হেক্টর জমি জুড়ে। উৎপাদিত তৈলবীজের পরিমান ১৮৫০মেট্রিক টন বলে জানানো হয় । খারিফ মরসুমের শাকসব্জি উৎপাদন করা হয়েছে ৫৮৩২ হেক্টর জমি জুড়ে।এর ফলে সর্বমোট ৫৮ হাজার ৩২০মেট্রিক টন শাকসব্জি উৎপাদন করা সম্ভব হয়েছে। এছাড়া রবি মরসুমে জেলায় ১৮ হাজার ৪০০ হেক্টর জমিতে শাকসব্জি উৎপাদন করা হয়। এই জমিতে সর্বমোট ৩ লক্ষ ১২ হাজার ৮০০ মেট্রিক টন শাকসব্জি উৎপাদন হয়েছে বলে সরকারি এক প্রেস বার্তায় জানানো হয়েছে।
Comments are closed.