পাথারকান্দিতে ৮ নং জাতীয় সড়কে বাস উল্টে নিহত ২, আহত অনেক
করিমগঞ্জ জেলার দেওয়াখালে শনিবার ৮ নং জাতীয় সড়কে একটি বাস দুর্ঘটনায় দুজন যাত্রীর মৃত্যু হয় এবং আরো অনেকে আহত হয়েছেন বলে জানা যায়।
সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, শনিবার দুপুর প্রায় তিনটার সময় দুর্ঘটনাটি ঘটে। যাত্রী ভর্তি বাসটি যখন অন্য একটি গাড়িকে ওভারটেক করতে চায় তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং টার্ন নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, দেওলাখাল শিলচর থেকে ৯৫ কিলোমিটার দূরে পাথারকান্দি নির্বাচন চক্রে অবস্থিত।
ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ ঘটনাস্থলে জড়ো হন এবং যাত্রীদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, কিছু যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক।
পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান।
Comments are closed.