Also read in

পনেরো-কুড়ি জনের ডাকাত দলের তাণ্ডব সোনাই এলাকায়, গুরুতর আহত গৃহকর্তা হাসপাতালে

‘শান্তির দ্বীপ’-এর শান্তি আজ সংকটাপন্ন, নিত্য নতুন উদ্বেগজনক ঘটনা ঘটে চলেছে উপত্যকা জুড়ে। প্রায় কুড়ি জনের এক ডাকাতের দল বন্দুক নিয়ে গতকাল মাঝরাতে সোনাই এলাকায় এক বাড়িতে ডাকাতি চালালো। মুখোশ পরা ডাকাতরা বাড়ির লোহার গ্রিল ভেঙে ঘরে ঢুকে বন্দুক উঁচিয়ে বাড়ির মহিলাকে সোনা দানা বের করে দিতে বলে, অন্যথায় তাকে এবং তার শিশু সন্তানকে কেটে ফেলার হুমকি দেয়।

আলমারির চাবি হাতিয়ে নিয়ে প্রায় তিন লাখ টাকা নগদ এবং কিছু সোনার গয়না করায়ত্ত করে। গৃহকর্তার ভাই বাধা দিতে গেলে তাকেও বন্দুক দেখিয়ে নিরস্ত্র করে। চিৎকার চেঁচামেচি শুনে বৃদ্ধ পিতা বেরিয়ে আসলে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং লোহার রড দিয়ে আঘাত করে। তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাছাড় পুলিশের ডিএসপি এ জে বেজবরুয়া ঘটনার তদন্তে রয়েছেন। তিনি দলবল এবং কুকুর নিয়ে ঘটনাস্থলে হাজির হন। তিনি জানান,”গত রাতের এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি”।

“ওরা সবাই যখন বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিলো আমি তখন আমার শিশুকন্যার কথা ভাবছিলাম। সে ঘুম ভেঙে উঠে হাঁটতে শুরু করেছিল। সেই নরপিশাচরা ওকেও ভয় দেখাচ্ছিল। আমি ওকে কম্বল দিয়ে জড়িয়ে আমার নিচে আড়াল করে রেখেছিলাম”, সেই মহিলা জানান।

পুরো পরিবার এবং আশপাশের লোক এই ঘটনায় হতভম্ভ এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে।

Comments are closed.