খোলা বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, ১১ দিনের জন্য চালের মজুদ রয়েছে জেলায়
খোলা বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। আর সেটা আচমকাই ভীষণভাবে বাড়তে শুরু করেছে। কারণ প্রথমত জেলা প্রশাসনের দুদিন আগের থেকে আংশিক লকডাউনের ঘোষণা এবং তারপর প্রধানমন্ত্রীর দেশব্যাপী লকডাউন ঘোষণা। তবে লকডাউনের সময় ওষুধপত্রের দোকান সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মুদির দোকান খোলা থাকবে।
এদিকে জানা গেছে, আপাতত আগামী ১১ দিনের জন্য জেলায় চালের মজুদ রয়েছে।মঙ্গলবার জেলা প্রশাসনের খাদ্য বিভাগ খাদ্যের মজুদ তথা বাজার মূল্যের একটি তালিকা প্রকাশ করেছে। এই অবস্থায় জানা গেছে, ডাল, তেল,আটা, ময়দা, পেঁয়াজ, আলু ইত্যাদি মজুদ অনুযায়ী প্রায় ১০ দিন পর্যন্ত চলবে।
বিভাগের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় ২১ হাজার ১১৫ প্যাকেট চাল, ৭ হাজার ২২৩ প্যাকেট মুসুর ডাল, ৬৬২ প্যাকেট মুগ ডাল, ১৪ হাজার ৫৩২ প্যাকেট চিনি, ১৭০ ব্যাগ আটা, ২৬০ ব্যাক ময়দা, ৮৭০ বেগ পিয়াজ, ২ হাজার ১১১ ব্যাগ আলু, ১ হাজার ২৮১ ব্যাগ লবণ, ৫ হাজার ২৪ 3 সরষের তেল, ৫ হাজার ২৮ টিন রিফাইন তেলের মজুদ রয়েছে।
চাল ছাড়াও মুসুর ডালের মজুদ ৩৬ দিনের, মুগ ডাল ১২ দিনের, চিনি ২৯ দিনের, পেঁয়াজ দুই দিনের, আলু তিনদিনের, সরষের তেল ছয়দিনের এবং রিফাইন তেল দশদিনের যোগান দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে।
তবে এখন পর্যন্ত সরকারিভাবে অনুদান হিসেবে রেশন প্রদান করার কোনো নির্দেশ আসেনি। আধিকারিকরা আশা করছেন যে সরকারি তরফে ২১ দিনব্যাপী লকডাউন চলাকালীন জেলার খাদ্য ভাণ্ডারে আরো খাদ্য সামগ্রী পাঠানো হবে।
Comments are closed.