কাছাড়ে ২১৫ জন পজিটিভ, গত ২৪ ঘন্টায় মেডিক্যাল কলেজে মৃত্যু ৫, আরবান পিএইচসি'তে কোভিড টেস্ট বন্ধ
মঙ্গলবার কাছাড় জেলায় এখন পর্যন্ত ২১৫ জন কোভিড পজিটিভ হয়েছেন বলে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরমধ্যে ১৮৫ জনের রেপিড এন্টিজেন টেস্ট কিট ব্যবহার করে পরীক্ষা করা হয়। এই সংখ্যা আরো বাড়তে পারে, কারণ অনেকগুলো রিপোর্ট এখনো আসা বাকি রয়েছে।
এদিকে বেশ কয়েকজন ল্যাবরেটরি টেকনিশিয়ান কোভিড পজিটিভ হয়েছেন বলে মুখপাত্র জানিয়েছেন। ফলে হাসপাতালে টেস্ট করতে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে টেস্টের ক্ষেত্রে যাতে বিশেষ কোন অসুবিধার সৃষ্টি না হয় সেজন্য নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানান।
তিনি আরো বলেন, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত টেস্ট করা হবে না। তবে পরীক্ষা করতে ইচ্ছুক লোকেরা ‘আইএসবিটি’তে যেতে পারেন।
অন্যদিকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত জানিয়েছেন,গত ২৪ ঘণ্টায় শিলচর মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে ভর্তি হওয়া পাঁচজন রোগী মারা গেছেন। তাদের মধ্যে চারজন কাছাড় জেলার এবং একজন হাইলাকান্দির বলে তিনি উল্লেখ করেন।
সেই সঙ্গে তিনি এও জানান, গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ২৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কোভিড আইসিইউতে ১১ জন রোগী রয়েছেন এবং দুজন আইসিইউ স্ক্রিনিংয়ে রয়েছেন। বারো জন রোগীর অবস্থা সংকটজনক বলে ডা: গুপ্ত জানান।
জেলা প্রশাসন ও শিলচর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে তাড়াতাড়ি টেস্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন। “অনেকক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, রোগীরা অক্সিজেন লেভেল সাংঘাতিকভাবে কম অর্থাৎ ৬০/৬৫ হওয়ার পর শিলচর মেডিক্যাল কলেজে যাচ্ছেন এবং মৃত্যু মুখে পতিত হচ্ছেন। কারণ এক্ষেত্রে চিকিৎসার জন্য খুব কম সময় পাওয়া যাচ্ছে। তাই যে মুহূর্তে সর্দি, কাশি, জ্বরের লক্ষণ দেখা যায় তখনই পরীক্ষা করানো উচিত” বলে উল্লেখ করেন সুমন চৌধুরী।
Comments are closed.