Also read in

সোনাইতে ২৫০ জন গ্রেফতার, শিলচরে ৭, কাটিগড়ায় ৩৩; "পরিস্থিতি নিয়ন্ত্রণে": এসপি মুগ্ধজ্যোতি দেব মহন্ত

শিলচরের পরিস্থিতি যদিও অন্য একটা সাধারণ দিনের মতোই, শহরের আশেপাশে কিছুটা প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল,২০১৯ যা গতকাল লোকসভায় পাস হয়েছে, তা নিয়ে।

আজ দিনের শুরুতেই বিলের বিরুদ্ধে রাস্তা অবরোধ, কুশপুত্তলিকা দাহ এবং ক্ষণে ক্ষণে স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদকারীদের। তাৎক্ষণিক পুলিশি তৎপরতায় বড় ধরনের প্রতিবাদ যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারত তা দানা বেঁধে উঠতে পারেনি।

বরাক উপত্যকা সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি বিলের সমর্থনেই রয়েছে। তাই কোথাও বিল নিয়ে কোনো প্রতিবাদ বা পাল্টা প্রতিবাদ প্রশাসনের তরফ থেকে প্রতিহত করা হচ্ছে। “এ পর্যন্ত কাছাড় জেলায় কোন ধরনের হিংসার খবর আমাদের কাছে নেই” , জানালেন কাছাড় জেলার এসপি মুগ্ধজ্যোতি দেব মহন্ত।

শহরের বাইরে বেশ কিছু জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির প্রয়াস হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এখন পর্যন্ত সোনাই থেকে ২৫০ জন প্রতিবাদকারীকে, শিলচর থেকে ৭ জন এবং কাটিগড়া এলাকা থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ” কিছু জায়গায় লোকেরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ দল পৌঁছানোর সাথে সাথেই ওরা সরে পড়ে পড়ছে এবং পুলিশের গাড়ি চলে যাওয়ার পর আবার সমবেত হচ্ছে । এতে চিন্তার কিছু নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে” জানালেন দেব মহান্ত।

তিনি জানালেন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা পরিস্থিতির উপর কঠোর দৃষ্টি রেখেছে।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিল,২০১৯ আগামীকাল রাজ্যসভায় পেশ করার কথা রয়েছে।

Comments are closed.