Also read in

গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২৮; কাছাড়ের ১, হাইলাকান্দির ২৭, জানালেন ড: ভাস্কর গুপ্ত

গত ২৪ ঘন্টায় ২৮ জন রোগীর কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে একজন কাছাড়ের এবং বাকি ২৭ জন হাইলাকান্দির।এ তথ্য জানালেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ড: ভাস্কর গুপ্ত।

ড: ভাস্কর গুপ্ত সঙ্গে এও জানালেন, কাছাড়ের করোনা আক্রান্ত রোগী এখনও হাসপাতালে ভর্তি হতে পারেননি। তাই গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজে কোন নতুন রোগী নেই। এদিকে গত কাল সন্ধ্যায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ৬ জন রোগীকে ছাড়ার পর হাসপাতালে রোগীর সংখ্যা ৪৪ এ এসে দাঁড়িয়েছে।

ডক্টর গুপ্ত আরও জানান, হাসপাতালের এই ৪৪ জন রোগীর মধ্যে ৫ জন শিশু, ৫ জন মহিলা এবং ৩৪ জন পুরুষ রয়েছেন। তিনি আরও যোগ করেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতলে ২০৬ জন রোগী ভর্তি হয়েছেন, তার মধ্যে ১৬০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং দুজন দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন। এই ২০৬ জন রোগীর মধ্যে ১০৬ জন রোগী কাছাড়ের বলে তিনি জানান।

শিলচর মেডিক্যাল কলেজে করোনা সংক্রান্ত পরীক্ষাগুলোর পরিসংখ্যান দিয়ে ড: গুপ্ত জানান, গত ২৪ ঘন্টার মধ্যে ৩৬৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সর্বমোট ২৭,৪০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৬০৪ জনের পসিটিভ পাওয়া গেছে।

Comments are closed.