Also read in

লালায় চাচীকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন ভাতৃস্পুত্রের

হাইলাকান্দির রাজ্যেশ্বরপুর মিরিরগুল এলাকায় আপন বড়মা চাচী কে কুড়োল দিয়ে নৃশংসভাবে খুন করল এক যুবক।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে লালা থানাধীন মিরিরগুল গ্রামে। ঘটনার সাথে সাথেই পুলিশ অভিয়ান চালিয়ে লালা শহর থেকে অভিয়ুক্ত খুনী এস নিকেশ সিংহকে (২৮) গ্রেফতার করেছে। জানা গেছে, এদিন বিকেল চারটা নাগাদ মিরিরগুল গ্রামের শামু সিংহের পত্নী কুসুমলেই দেবী (৬৮) র উপর কুড়োল নিয়ে চড়াও হয় দেওর পুত্র নিকেশ সিংহ।

 

Rikesh Singha

 

কুড়োল উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কুসুমলেই দেবীর। প্রৌঢ়ার আর্ত চিৎকারে পরিবারের অন্য সদস্য সহ প্রতিবেশীরা দৌড়ে এলেও ততক্ষনে কুসুমলেই দেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে আপন চাচীকে খুন করে নিকেশ সিংহ লালা শহরে ছুটে আসে।

এদিকে খুন সহ খুনী লালা শহরে আসার খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে উঠে। লালা থানার এ এস আই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ থানা থেকে দ্রুত বেরিয়ে লালার এস পি রোডের ডেইলি বাজার এলাকা থেকে খুনী নিকেশ সিংহ কে পাকড়াও করে থানায় নিয়ে আসেন। অন্যদিকে পুলিশের সি আই তানভীর আহমেদের নেতৃত্বে এস আই এইচ এ লস্কর সহ অন্য পুলিশ বাহিনী মিরিরগুল গ্রামে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পারিবারিক কোন্দলের কারনে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

Comments are closed.