Also read in

২৮ কুইন্টাল বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক তিন চালক

বার্মিজ সুপারি পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত মাফিয়ারা প্রতিদিন অভিনব কৌশল অবলম্বন করছে। ইতিমধ্যে অবৈধ উপায়ে সুপারি পাচার করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়েছেন বেশ কয়েকজন।

মিজোরামের ভাইরেংটি থেকে ঘুরপথে ফাইনোম- খুলিছড়া হয়ে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে লায়লাপুর পুলিশের হাতে ধরা পড়ল তিনটি ম্যাজিক গাড়ি, যাতে ছিল ২৮ কুইন্টাল বার্মিজ সুপারি।

শুক্রবার সকাল সাতটায় খুলিছড়া হয়ে কাছাড়ে প্রবেশ করে সুপারি বোঝাই এই তিনটি মিনি ট্রাক। গোপন খবরের ভিত্তিতে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ বি কে সিং দলবল নিয়ে অভিযানে নামেন এবং চান্নিঘাট ভাংনি এলাকা থেকে সুপারি বোঝাই মিনি ট্রাকগুলো আটক করে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিয়ে আসেন । পুলিশি তল্লাশিতে বেরিয়ে আসে যে তিনটি ম্যাজিক গাড়িতে মোট ২৮০০ কেজি বার্মিজ সুপারি রয়েছে। সঙ্গে সঙ্গে তিনটি মিনি ট্রাকের তিনজন চালককেই আটক করে পুলিশ। ধৃতরা হলো দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রাম গাও পঞ্চায়েতের সপ্তগ্রামের বাসিন্দা জালাল আহমেদ লস্কর ও শাজাহান আহমদ লস্কর, রাজনগর গাও পঞ্চায়েতের ফিরোজ আহমদ লস্কর।

আটককৃত মালের বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ তিনজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

Comments are closed.