Also read in

অনাড়ম্বরভাবে ২৯ তম প্রতিষ্ঠা দিবস পালন উধারবন্দের টি টি ক্লাবের, শুরু হল অ্যাকাডেমি প্রশিক্ষণ

অনাড়ম্বরভাবে নিজেদের ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল উধারবন্দের টেবিল টেনিস ক্লাব। বুধবার সকালে ক্লাবের পতাকা উত্তোলন করেন অন্যতম সহ-সভাপতি বিষ্ণুপদ পাল। করোনা মহামারির কথা মাথায় রেখে এদিন শুধু ক্লাবের পতাকা উত্তোলন করা ছাড়া আর কোনও কর্মসূচি রাখেনি টি টি ক্লাব। তবে বুধবার থেকেই শুরু হয়েছে ক্লাবের অ্যাকাডেমির প্রশিক্ষণ।
গতবছর লকডাউন থাকায় অনাড়ম্বরভাবে ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করেছিল উধারবন্দের টেবিল টেনিস ক্লাব। এবারও করোনার জেরে একই পথে হাঁটল তারা। এবারও জাঁকজমকভাবে বিশেষ দিনটাকে উদযাপন করতে পারলেন না ক্লাবের সদস্যরা। মহামারি ভাইরাসের দাপটে বিশেষ দিনটি একেবারে ঘরোয়া ভাবে পালন করতে হল।

বুধবার থেকেই নিজেদের অ্যাকাডেমি ফের চালু করেছে টি টি ক্লাব। একমাসেরও বেশি সময় থেকে বন্ধ ছিল টি টি ক্লাবের অ্যাকাডেমি। ফলে খেলোয়াড়দের উপর মানসিক এবং শারীরিকভাবে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা দেখা দিয়েছিল। সে কথা মাথায় রেখেই ৩৭ দিন বন্ধ থাকার পর ফের একবার নিজেদের অ্যাকাডেমি চালু করার সিদ্ধান্ত নেয় উধারবন্দের ক্লাবটি। কেন্দ্র ও রাজ্য সরকারের এস ও পি তে খেলাধুলার প্রশিক্ষণে কোনো ধরনের নিষেধাজ্ঞার কথা উল্লেখ নেই। ইতিমধ্যে বিভিন্ন শহরে কোভিড প্রটোকল মেনে অনুশীলনও চলছে। তাই খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা রাখতে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল টি টি ক্লাব।

অ্যাকাডেমি প্রশিক্ষণে প্রায় ৪৫ খেলোয়াড় অংশ নিয়েছেন। তবে একটি সেশনে শুধু দুজন খেলোয়াড় অংশ নিতে পারবে। সঙ্গে থাকবেন একজন কোচ। সব মিলিয়ে একটা সেশনে শুধু ৩জন উপস্থিত থাকতে পারবেন। প্রতিদিন শুধু সকালেই সেশন থাকবে। বিকেলে কোন সেশন রাখা হয়নি। বারোটা থেকে কারফিউ, সে কথা মাথায় রেখেই এমনটা করা হয়েছে। কোভিডের কথা মাথায় রেখে অ্যাকাডেমিতে আসা খেলোয়াড়দের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাখা হয়েছে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থাও। এতে যদি কারোর শরীরের তাপমাত্রা বেশি দেখায় তাহলে তাকে অংশ নিতে দেওয়া হবে না। অনূশীলন শুরু হবার আগে গোটা ইন্ডোর স্যানিটাইজ করা হয়েছে। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন অ্যাকাডেমির দুই কোচ তথা ক্লাবের সহ সচিব (প্রশাসন) পার্থপ্রতিম দেব এবং ইনডোর সচিব সঞ্জীব শর্মা।

Comments are closed.