Also read in

তিন এটিএম জালিয়াত পুলিশের জালে, ৫ এটিএম কার্ড, ১ এয়ারগান পিস্তল উদ্ধার

কাছাড় পুলিশ শুক্রবার রাতে লোকনাথপুর এলাকা থেকে এটিএম জালিয়াতির দায়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

অন্য এটিএম কার্ড সমঝে দিয়ে মূল এটিএম কার্ড হাতিয়ে নিয়ে কাছাড় ও হাইলাকান্দি এলাকার বিভিন্ন এটিএম থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় এরা সিদ্ধহস্ত। এই ধরনের অসংখ্য অভিযোগ পেয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ গতকাল ধলাই থানার অন্তর্গত লোকনাথপুর এলাকা থেকে এদের গ্রেপ্তার করে।

এই তিনজন অপরাধী হল ভাগা বাজার এলাকার মানিক উদ্দিন লস্করের পুত্র আফতার হোসেন লস্কর (লতাই), রাজঘাট প্রথম খন্ডের আব্দুল আজিজ লস্করের পুত্র রাবুল হোসেন লস্কর এবং লোকনাথপুর এলাকার পাসান আলী লস্করের পুত্র আলতা হোসেন লস্কর।

এদের কাছ থেকে পাঁচটি এটিএম কার্ড, নগদ ৯৯ হাজার টাকা, এবং একটি এয়ারগান পিস্তল উদ্ধার করা হয়েছে; মামলা রুজু করে তদন্ত জারি রাখা হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!