Also read in

শিলচর সেন্ট্রাল রোডে তিন হজ যাত্রীর হেনস্থা, প্রাথমিক এজাহার দাখিল

দিন দুপুরে শিলচর শহরের কেন্দ্রস্থলে তিন হজ যাত্রীর হেনস্থার অভিযোগের খবরে শহরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা যায়, ভৌমিক মেডিক্যাল স্টোরের কাছে তিন জন হজ তীর্থযাত্রীকে আক্রমন করা হয়েছে। এদের তিনজনকে জামির উদ্দিন লস্কর, আব্দুল খালেক চৌধুরী, নাজির আহমেদ লস্কর হিসাবে চিহ্নিত করা হয়েছে।

জামির উদ্দিন লস্করের মতে, ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১২ টার দিকে, তাদের শিলচর থেকে বিগবাজারে যাওয়ার পথে। উকিলপট্টি ও ভাওয়াল পয়েন্টের মধ্যবর্তী স্থানে‌। সে সময় হঠাৎ করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের পবিত্র টুপি খুলতে বলেন। জমির উদ্দিন বললেন, ” তার মুখটা কাপড়ের টুকরো দিয়ে ঢাকা ছিল। সবচেয়ে প্রথমে সে আমার কাছে এসে আমার টুপিটা ছিঁড়ে ফেললো। তারপর সে আমার সাথে হাটতে লাগলো। এরপর সে আমাদের চারপাশে হাঁটতে লাগলো। তার দিকে যখন ফিরে তাকালাম দেখতে পেলাম ১০-১২ জন মানুষ তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তারা আমাদের হেনস্থা করে এবং আমাদের উপর হামলা করে। এলাকাটিতে দোকানদাররাও দাঁড়িয়ে ছিল এবং ব্যাপারটা দেখছিল।”

তিনি আরও জানালেন, ” তারা আমাদেরকে হুমকিও দেয় যে যদি আমরা এই স্থান ত্যাগ না করি তাহলে তারা আমাদের টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবে।” ভয়ে ভীত হয়ে তারপর হজযাত্রীরা সেখান থেকে পালিয়ে যান এবং নিকটবর্তী স্থানে আশ্রয় গ্রহন করেন বলে তিনি জানান।

এই ঘটনার পরই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরা সে স্থানে জড়িত হন এবং তাদের এই হামলার বিরুদ্ধে উত্তেজিত হতে দেখা যায়। ঘটনাটি নিয়ে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যায়। সদর থানার ভারপ্রাপ্ত অফিসার সবাইকে আশ্বস্ত করে জানালেন, “এ ব্যাপারে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আমরা এতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। একই সঙ্গে নিজের হাতে আইন তুলে না নেওয়ার জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি। ঘটনাটির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

https://www.youtube.com/watch?v=wiSADjZiGuM

Comments are closed.