Also read in

সামান্য ক'টা অর্থ রোজগারের লোভে শিলচর মেডিক্যাল কলেজে কোভিড রোগীর সংস্পর্শে তিন প্লাম্বার, পাঠানো হয়েছে কোয়ারান্টিনে

কোয়ারেন্টাইন সেন্টার এবং কোভিড ব্লক নিয়ে ক্রমাগত একের পর এক হট্টগোল বেড়ে চলেছে। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত তিনজন প্লাম্বারের কোভিড রোগীর সংস্পর্শে আসার খবরটি জেলা প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, উত্তর কৃষ্ণপুর অঞ্চলের বাসিন্দা তিনজন প্লাম্বারকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কিছু সংস্কারের কাজ করার জন্য ঠিকাদার নিযুক্ত করেছিলেন। এনএইচএম’র ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, “এই তিনজন প্লাম্বার কোনভাবে কোভিড পজিটিভ রোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন।”

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কথা অনুযায়ী, কোভিড পজিটিভ রোগীরা এই তিন জনকে বাইরে থেকে কিছু জিনিস আনার জন্য প্ররোচিত করেছিলেন। সামান্য কিছু অতিরিক্ত টাকা রোজগারের লোভে বাইরে গিয়ে তাদের জন্য দোকান থেকে জিনিস কিনে আনে ওরা। এরপর এই তিন প্লাম্বার কোভিড ব্লকে গিয়ে তাদের হাতে জিনিসগুলো তুলে দেয়।এমনকি প্লাম্বাররা নিজেদের মোবাইল ফোন পর্যন্ত ওদেরকে দেয় যাতে করে রোগীরা তাদের পরিবারের মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, জানালেন চৌধুরী।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কাছাড়ের জেলা প্রশাসনকে খবরটি জানান। এরপর কর্মকর্তারা এই তিনজনকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেন।

Comments are closed.

error: Content is protected !!