
ভারতে আটকে পড়া ৩২ জন শিক্ষার্থী ফিরে গেলেন বাংলাদেশে
করোনাকালে ভিসার ম্যায়াদ শেষ হয়ে ভারতে আটকে পড়া ৩২ জন বাংলাদেশি শিক্ষার্থী এবং পর্যটক স্বদেশে ফিরলেন।সুতারকান্দি-শেওড়া স্থল বন্দর দিয়ে উভয় দেশের নীতি নির্দেশনা মেনে বৃহস্পতিবার দুপুরে নিজের দেশে ফিরে গেল ৩২ জনের দলটি।
ফেরার পথে সুতারকান্দি ল্যান্ড পোর্টে জেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে কোভিড ১৯ উপসর্গ জনিত সব ধরনের পরীক্ষা নেওয়া হয় । ৩২ জন বাংলাদেশি নাগরিকদের মধ্যে ৮ জন ছিলেন ছাত্র ছাত্রী । যারা শিলচর এন আই টিতে অধ্যয়নরত ছিলেন । বিগত মে মাসে তাদের পাঠদান শেষ হলেও বাড়ি ফিরতে পারছিলেন না । আর বাকিদের মধ্যে অধিকাংশই পর্যটক ।
বেশিরভাগ নাগরিক চিকিৎসাজনিত কারণেই লকডাউনের আগে ভারতে এসেছিলেন । কিন্তু লকডাউনের কারণে ভারত বাংলা বন্দরগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আটকে পড়েন । এর মধ্যে কয়েকজন ছিলেন হোটেলে। বাকিরা হয়তো নিকটাত্মীয়দের কাছে ।
শিলচর এন আই টি’তে পড়ুয়া ৮ জন ছাত্র ছাত্রীদের রাখা হয়েছিলে গ্যাস্ট হাউসে । ১৪ জন পুরুষ এবং ১৮ জন মহিলা সহ এই বাংলাদেশি নাগরিকদের প্রত্যেকের ভিসার ম্যায়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই দীর্ঘদিন থেকে তারা আটকা পড়ে থাকেন । শেষে সরকারের কাছে আবেদন জানালে বিগত কিছুদিন আগে তাদের আবেদন মঞ্জুর হয়। আর সেই সুবাদেই বৃহস্পতিবার নিজেদের বাড়ি ফিরেন তারা সুতারকান্দি সীমান্ত দিয়ে ।
Comments are closed.