কাছাড়ে করোনার সেঞ্চুরি, সোমবার আক্রান্ত এনআইটি ছাত্র সহ ৩২ জন
কাছাড় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেছে। সোমবার আক্রান্ত হয়েছেন ৩২ জন যা এই বছরের সর্বোচ্চ। এদিন শিলচরে এনআইটির এক ছাত্র পজিটিভ হয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেক ছাত্র এবং শিক্ষকের কোভিড পরীক্ষা করানো হবে। গতকাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কাছাড়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৪, আজ ৩২ জন ব্যক্তি পজিটিভ হন, মোট সংখ্যা দাঁড়াচ্ছে ১০৬। এই বছর করোনা ভাইরাসে কাছাড় জেলায় মোট তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাছাড় জেলায় মোট ৩২ জন ব্যক্তি পজিটিভ হয়েছেন। রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ১৫ জন এবং আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে ১৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গতবছর কঠিন পরিস্থিতিতে শিলচর এনআইটি’র একটা বড় অংশকে সরকারি কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে একসময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় সেই জায়গাগুলো ছেড়ে দেওয়া হয়। তবে এবার পরিস্থিতি আবার পুরনো দিকেই মোড় নিচ্ছে, শিলচর এনআইটির মতো বড় শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র পজিটিভ হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, আগামীকাল থেকে শুরু করে অন্তত ৩৫০ জন ছাত্র এবং শিক্ষকদের কোভিড পরীক্ষা হবে। যে ছাত্রটি পজিটিভ হয়েছে সে স্থানীয় নয় এবং তার ট্রাভেল হিস্ট্রি রয়েছে। যেহেতু অন্যদের সঙ্গে চলাফেরা করেছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, যারা নির্বাচনের জন্য জেলার বাইরে দায়িত্ব পালন করতে গেছিলেন, ফেরার পর প্রত্যেকের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সম্প্রতি মাছিমপুরের এক সেনা জওয়ান করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের ধীরে ধীরে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
এই সপ্তাহে রয়েছে পয়লা বৈশাখ এবং বিহু উৎসব, এরপর রাজ্য সরকার কিছু কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে, এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় এক সপ্তাহের মধ্যে কাছাড় জেলায় শতাধিক মানুষ পজিটিভ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Comments are closed.