মেডিক্যালে করোনায় মারা গেলেন শিলচরের এক মহিলা, কাছাড়ে আরও ৩২ আক্রান্ত, করিমগঞ্জে করোনার সেঞ্চুরি
রবিবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কাছাড় জেলার দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল, সোমবার সেই ধারা অব্যাহত থেকেছে। এদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিলচরের অম্বিকাপট্টি এলাকার ৯৪ বছর বয়স্ক এক মহিলা। তিনি কাশি এবং শ্বাসজনিত সমস্যা নিয়ে ১৭ এপ্রিল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তার কোভিড পজিটিভ ধরা পরে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় একসময় আইসিইউতে রাখা হয়। সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটে আইসিউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এনিয়ে টানা তিনদিন ধরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যুর ঘটনা চোখে পড়েছে।
সোমবার কাছাড় জেলায় মোট ৩২ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যা ছিল ৩০। বাইরে থেকে আসা যাত্রী সহ অনেকের পরীক্ষা হচ্ছে, ফলে সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। যারা শরীরের সংক্রমণ নিয়ে মারা যাচ্ছেন তাদের শেষকৃত্য কোভিড প্রটোকল মেনে শিলচর শ্মশান ঘাটে সম্পন্ন হচ্ছে। তবে এখনও স্বাস্থ্য বিভাগ এদের কোভিড মৃত্যু বলে গণ্য করছে না। গতবছর এমনটাই হয়েছিল, এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা অনেক কম দেখানো হয়েছে।
এদিকে করিমগঞ্জেও সেঞ্চুরি করল করোনাভাইরাস। সোমবার জেলায় মোট ১৫ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং ৪ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় ১০০ জন করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি এক ব্যক্তির মৃত্যু হয়েছে কিন্তু তিনি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ ছাড়া ব্যক্তিদের বাড়িতেই চিকিৎসার জন্য থাকতে দেওয়া হচ্ছে আবার যাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা করিমগঞ্জ সিভিল হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য তৈরি করেছেন। তবে সেখানে আইসিইউ নেই, ফলে দুর্বল রোগীদের শিলচর মেডিক্যাল ও কলেজ হাসপাতালেই পাঠানো হচ্ছে।
Comments are closed.