
কাঁচাকান্তি মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ৩২ বছর বয়সী চিত্রশিল্পী
মর্মান্তিক এক ঘটনায় ৩২ বছর বয়সী এক চিত্রশিল্পী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঘটনাটি ঘটেছে আজ শিলচরের উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে।
শিলচরের ইটখোলার বাসিন্দা সত্য গোপাল দাস পেশায় একজন চিত্রশিল্পী। তিনি কাঁচাকান্তি মন্দিরে দেওয়াল অঙ্কনের কাজ করছিলেন। দেওয়ালে আঁকার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দাসকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে উপদেশ দেন।
শিলচর মেডিক্যাল কলেজে পৌঁছানোর আগেই অঘটনটি ঘটে।শিলচর মেডিক্যাল কলেজের একজন মেডিক্যাল অফিসার জানান যে দুর্ঘটনাটি আগেই ঘটে গিয়েছিল এবং তাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন,” দেওয়ালের একটি অংশে আঁকা শেষ করে অন্য একটি অংশ জল দিয়ে ধুয়ে দেন, যে অংশে তিনি এরপর আঁকা শুরু করার পরিকল্পনা করেছিলেন। কাজেই দেওয়ালে জল ছিটানোর সময় ইলেকট্রিক লাইনের একটি খোলা জয়েন্ট জলের সংস্পর্শে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
দাস’র অকাল মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবরা শোকগ্রস্ত হয়ে পড়েছেন। তার মৃত্যুতে শিলচরে শোকের ছায়া নেমে আসে।
Comments are closed.