
৪.৭ এর ভূমিকম্পে কাঁপল শিলচর এবং আসামের অন্যান্য অংশ
বুধবার সন্ধ্যায় এক ভূকম্পনে কেঁপে উঠলো শিলচর তথা আসামের এক বৃহৎ অংশ। এই মৃদু ভূকম্পনের মাত্রা ৪.৭ রিখটার স্কেল।
সেন্টার ফর ন্যাশনাল সিসমোলজি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪.৭ রিখটার স্কেলের এই ভূকম্পনের উৎসস্থল ছিল শোনিতপুর, অসম এবং এই কম্পন অনুভূত হয় সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎস স্থল।
কাছাড় জেলার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই সংবাদকে প্রত্যায়িত করেছেন।
তবে শিলচর তথা বরাক উপত্যকায় অনেকেই এই কম্পন অনুভব করতে পারেননি। অম্বিকাপুর এলাকার এক যুবক জানিয়েছেন যে, তিনি এই কম্পন বিন্দুমাত্র অনুভব করতে পারেন। তারাপুর এলাকার এক বর্ষিয়ান ব্যক্তি আমাদেরকে জানান যে, ‘আমি ফেসবুকের মাধ্যমে এই ভূমিকম্পের খবর জানতে পেরেছি, নিজে কিছুই বুঝতে পারিনি।”
Comments are closed.