মর্মান্তিক! অম্বিকাপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে জ্যান্ত দগ্ধ চার বছরের শিশু
শিলচর শহরে এক ভয়ানক অগ্নিকাণ্ডে আজ দ্বিপ্রহরে জ্যান্ত দগ্ধ হয়ে মারা গেল চার বছরের এক শিশু। ঘটনাটি ঘটে অম্বিকাপট্টি এলাকার ইস্ট নরসিংপুরের দীনেশ এ্যানক্লেভে ।
ঐ রাস্তার একটি আবাসনের চারতলায় আগুন লেগেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঐ ঘরেই চার বছরের শিশু রত্নদীপ নাথ(রাজা)কে একজন পরিচারিকার কাছে রেখে মা বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর দরজা জ্যাম হয়ে যাওয়ায় সেই পরিচারিকা শিশুটিকে নিয়ে বেরিয়ে আসতে পারেনি।
শিশুটির মা শর্বরী নাথ জানিয়েছেন যে, চার বছরের শিশুপুত্র আতঙ্কিত হয়ে তাকে অফিসে ফোন করে এই অগ্নিকাণ্ডের খবর জানায়। তিনি সাথে সাথে দমকল বাহিনীকে খবর পাঠান এবং নিজেও ছুটে আসেন। কিন্তু দমকল বাহিনীর দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। রত্নদীপ কে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় এবং পরিচারিকার অবস্থাও সঙ্কটজনক। পরিচারিকাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাছাড়ের জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা ঘটনাস্থলে ছুটে গেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে। তিনি এই অগ্নিকান্ডের ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
Comments are closed.