Also read in

সাজার মেয়াদ শেষ করে সোমবার দেশে ফেরেন ৪২ জন বাংলাদেশি নাগরিক

সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশে ৪২ জন বাংলাদেশের নাগরিক নিজের দেশে ফিরে গেলেন। সোমবার করিমগঞ্জ সুতারকান্দি সীমান্ত দিয়ে জেল বন্দীদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয় । সীমান্ত পুলিশের কাছে চূড়ান্ত তালিকা আসার পর এদের রবিবার কোভিড পরীক্ষা করা হয় । সোমবার সকালে আসাম সীমান্ত পুলিশ এবং ল্যান্ড পোর্ট অথরিটির দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর সহযোগিতায় এদের নিজ দেশে পাঠানো হয়।

সীমান্ত পুলিশের কাছে সোমবার বাংলাদেশে ফেরত পাঠানোর যে চূড়ান্ত তালিকা পাওয়া গেছে তার মধ্যে ৯ জন রয়েছেন মহিলা বাকি ৩৩ জন পুরুষ । বেশিরভাগই বাংলাদেশের সিলেট, চিটাগাং, ফরিদপুর জেলার বাসিন্দা।

বিগত কয়েকবছর আগেই এরা অবৈধভাবে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন । আসাম পুলিশ, রেল পুলিশের হাতে ধরা পড়লে তাদের আদালতের নির্দেশে জেলে পাঠানো হয় এবং দীর্ঘকালীন সাজা ভোগের পর দুই দেশের নানা নিয়ম কানুনের পর তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় । প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের মৌলভীবাজারের বিশিষ্ট লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক অমলেন্দু কুমার দাশ দীর্ঘদিন ধরে উভয় দেশের বন্দীদের নিজ দেশে প্রত্যাবর্তনে উভয় দেশের সরকার, দূতাবাস ও আদালতের জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসামে নিযুক্ত সহকারি হাই কমিশনারের বিশেষ তত্তাবধানে ও অমলেন্দু দাশের সহায়তায় আসামের বিভিন্ন জেলার কারাগারে বন্দী ৪২ বাংলাদেশি ২ নভেম্বর সুতারকান্দি বিয়ানীবাজার সীমান্ত হয়ে তাঁদের নিজের দেশে ফিরে গেলেন।

নিজের দেশে যারা পাড়ি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ চিটাগাং জিলার দিলোয়ার হুসেন, আবু তাহের, কামাল হোসেন, মনির হোসেন, ইসলামপুরের রুবেল হুসেন, আক্রম হুসেন, ফিরোজপুর জিলার মরিয়ম আক্তার, হানিফা বেগম, হানিফ হাওলদার, দুলাল মিয়া, মাসুমা আক্তার, মিনারা বেগম, মোঃ মিজান, মোঃ মাসুম হাওলদার, সাবিনা আক্তার, সাকিবুল হাসান, শিমুল বেগম, জামাল ফিরোজি, আয়েশা বেগম, জন্নতি আক্তার, মোঃ আরিফ, মোঃ জাহাঙ্গীর, সিলেট জিলার আলতাব উদ্দিন, শাহীন আহমেদ, মোঃ মুজির উদ্দিন, রাহেস আহমেদ, নজির আহমেদ, গাজীপুর জিলার নুরুজ্জামান, মাগুরা জিলার রুবেল শেখ, দিনাজপুর জিলার রহিম উদ্দিন, নবাবগঞ্জ জিলার জলিল হুসেন, নেত্রকোণা জিলার সাইদুর রহমান, কুমিল্লা জিলার মমতাজ মিয়া, নোয়াখালী জিলার সুভাষ চন্দ্র দাস, বগুড়ার মোঃ শাহিদুল ইসলাম, বাগেরহাট জিলার তানজির বেগম, বাবু পেহলান, রাজু হাওলদার, মৌলবিবাজার জিলার দিলোয়ার হুসেন, বনবীর সিনহা, ময়মনসিংহ জিলার আজিজ মিয়া, গোপালগঞ্জ জিলার মসারফ মোল্লা। সোমবার হস্তান্তর প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন জিলা পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত সহ বিএসএফ ডেপুটি কমাডেন্ট এসি মন্ডল, সুতারকান্দি বিএসএফ সীমান্ত চৌকির কোম্পানি কমান্ডার একে তালুকদার।

সোমবার ৪২ জন দেশে ফেরে গেলেও আরো ৬৪ জন বাংলাদেশের জেল বন্দী নাগরিক দেশে ফেরার প্রহর গুণছেন।এখানে উল্লেখ্য, বাংলাদেশের মৌলভীবাজারের বিশিষ্ট লেখক ও সমাজসেবক অমলেন্দু কুমার দাস ছাড়াও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আসাম মানবাধিকার সংগঠন সিটিজেনস রাইট প্রটেকশন কমিটি ।

Comments are closed.