Also read in

কাছাড় জেলায় করোনায় মারা গেলেন আরও দুই ব্যক্তি, বুধবার আক্রান্ত ৪৮

বুধবার কাছাড় জেলায় করোনা ভাইরাসে মারা গেলেন আরও দুই ব্যক্তি। এরা হলেন আশ্রম রোডের সূর্য মোহন দাস এবং করিমগঞ্জের রামকৃষ্ণ নগরের বাপ্পা বিশ্বাস। দুজনেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এবং একসময় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গতকাল কাছাড় জেলায় কোনও ব্যক্তির মৃত্যু না হলেও এর আগের দুই দিনে তিন ব্যক্তি পরপর মারা গেছেন। বুধবার কাছাড় জেলায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন ব্যক্তি, এরমধ্যে রেপিড এন্টিজেন টেস্টে ৪২ জন এবং আরটিপিসিআর পরীক্ষায় ৬ জনের সংক্রমণ ধরা পড়েছে।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন, সূর্য মোহন দাস নামের আক্রান্ত ব্যক্তি ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথম থেকেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল এবং নানান সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকাল দশটা পাঁচ মিনিটে আইসিইউতে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর।

করিমগঞ্জের রামকৃষ্ণ নগর এলাকার ৪৩ বছর বয়সের বাপ্পা বিশ্বাস লিভার সিরোসিস-জাতীয় রোগে ভুগছিলেন, সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল। ১৯ এপ্রিল তিনি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং বুধবার বিকেল সাড়ে তিনটায় তার মৃত্যু হয়। এবার রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কোভিড প্রটোকলে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রায় প্রতিদিন নতুন রেকর্ড স্পর্শ করছে। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৪৭ জন সেটা বেড়ে গিয়ে বুধবার দাঁড়িয়েছে ৪৮ জনে। রাজ্য সরকার একে একে নতুন নিয়ম জারি করছেন এবং এতে বেড়ে গেছে কোভিড পরীক্ষার সংখ্যাও। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও কাছাড় জেলায় সিভিল হাসপাতাল, সেনা হাসপাতাল এবং বেসরকারি গ্রিন হিলস হাসপাতলে করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তবে ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালকেই গণ্য করা হচ্ছে।

গতকাল প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশে ১২ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কাছাড় জেলায় বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া চালু করেছে স্বাস্থ্য বিভাগ। এর সম্পূর্ণ তালিকা আগামীতে জনসমক্ষে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিভাগের আধিকারিকরা।

Comments are closed.