Also read in

৫.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব

আজ বিকেল ৪টা ৩৩ মিনিটে মাঝারি ধরনের ভূমিকম্পে কেঁপে উঠলো সমগ্র উত্তর পূর্ব ভারত তথা আসাম। ৫.৪ তীব্রতার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত মায়ানমার সীমান্ত।

ভারতীয় ভূবিজ্ঞান কেন্দ্র প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের সিন ব্যায় ইয়াং থেকে ৭২ কিলোমিটার দূরে।

ভারত এবং মায়ানমার দুদেশেই এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বলে জানা গিয়েছে।

যদিও শিলচরের বেশিরভাগ মানুষ এই ভূমিকম্প অনুভব করতে পারেননি। রংপুরের একজন বাসিন্দা জানালেন, “আমি আমার ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ মনে হল আমার মাথা ঘুরছে। কিছু বুঝে ওঠার আগেই ভূমিকম্প শেষ হয়ে গেল। কোনো দিকে কোনো শাঁখ বা কাশর ঘণ্টার আওয়াজ শোনা যায়নি। বিদ্যুৎ সংযোগও বিঘ্নিত হয়নি।”

হাইলাকান্দি রোডে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনতলায় কর্মীদের মধ্যে কিছুটা হুড়োহুড়ি পড়ে যায়।

তেজপুরে অবস্থানরত এক বরাকবাসী একটি মিমকে উদ্ধৃত করে কৌতুকের সাথে বলেন “আমরা যখন সাইক্লোন ফণী নিয়ে আতঙ্কগ্রস্ত সেই সময় এই ভূমিকম্প অনেকটা সিলেবাসের বাইরে এসে গেল”।

Comments are closed.