Also read in

ভূমিকম্প, ৫.৫ মাত্রায় কেঁপে উঠল শিলচর

ভূমিকম্পে কেঁপে উঠল শিলচর রাত প্রায় ১০-৪৫ মিনিটে, কম্পাঙ্কের মাত্রা ৫.৫ রিখটার স্কেল। ভূমিকম্পের উৎসস্থল ভারত মায়ানমার সীমান্তে মিজোরামের আইজল থেকে ৭৯ কিলোমিটার পূর্বে।

 

তারাপুরের এক বাসিন্দা আমাদেরকে জানালেন, আমি তখন রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, অন্ধকারে কিছু বোঝার আগেই কেঁপে উঠল পুরো বাড়ি । আমরা সবাই সিঁড়ি দিয়ে দৌড়ে নিচের তলা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। ততক্ষণে অবশ্য ভূমিকম্প থেমে গেছে, তবে উলুধ্বনি, কাসর ধ্বনি বেজেই চলেছে।”

 

লিঙ্ক রোডের আরেক বাসিন্দা,যিনি এক বহুতল ভবনে বাস করেন, আমাদের জানালেন, “সোফায় বসে টিভি দেখছিলাম হঠাৎ করে সব কিছু কাঁপতে শুরু করলো, বুঝলাম ভূমিকম্প হচ্ছে। দৌড়ে নেমে আসার আগেই ভূমিকম্প থেমে গেল,ততক্ষণে বাড়ির সবাই হুলস্থূল শুরু করে দিয়েছে।”

Comments are closed.