Also read in

সোনাইয়ের অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার, দোষীদের ফাঁসি দাবি উপাধ্যক্ষের

সোনাই কাজিডহর এলাকার অপহৃত শিশুর মৃতদেহ মিলল। বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আমজুরঘাট এলাকায় মাটিতে পুঁতে রেখে দেওয়া হয়েছিল শিশুর মৃতদেহটি। বৃহস্পতিবার মাঝরাতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। অপহরণ সূত্রে প্রথমে যে ব্যক্তিকে আটক করা হয়েছিল, তার বয়ান থেকেই পুরো ঘটনা পরিষ্কার হয়। অপরাধী জানিয়েছে, যেদিন শিশুটিকে তারা অপহরণ করেছিল সেদিনই হত্যা করে। তবে এর পিছনে আসল উদ্দেশ্য কি সেটা এখনো পরিষ্কার হয়নি।

শিশুটি অপহরণের পর এলাকায় জনরোষ দেখা গিয়েছিল। এবার তার মৃত্যুতে এই রোষ আরও তীব্রতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর দোষীদের ফাঁসি দাবি করেছেন। তিনি বলেন, “করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দরুন প্রটোকল ভেঙে পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি কিন্তু পুরো সময় তাদের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। পুলিশের উপর আমার বিশ্বাস ছিল, আশা করেছিলাম শিশুটি উদ্ধার হবে। তবে অপরাধীরা যেদিন তাকে অপহরণ করেছে সেদিনই হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবার নিয়ম অনুযায়ী মৃতদেহের ময়নাতদন্ত হবে। আমি চাই দোষীদের অতিসত্বর গ্রেফতার করা হোক। মামলাটি ফাস্ট ট্র্যাক পর্যায়ে বিচার করা হোক এবং দোষীদের ফাঁসি ঘোষণা করা হোক। যে ব্যক্তি দুধের শিশুকে অপহরণ করে হত্যা করে কোন জায়গায় তার মৃতদেহ পুঁতে রেখে দিতে পারে, তার শাস্তি অবশ্যই ফাঁসি হওয়া উচিত। আমি এব্যাপারে যেকোনও পর্যায়ে যেতে রাজি আছি।”

পুলিশ সুপার বিএল মিনা জানিয়েছেন, ঘটনায় এখন পর্যন্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে যোগসূত্র থাকা কয়েকজনের বয়ান নেওয়া হয়েছে। কেন এই ছোট্ট শিশুকে হত্যা করা হলো এবিষয়ে এখনও তদন্ত চলছে, তবে ঘটনাটি খুবই পরিকল্পিত। মৃতদেহ এখন পুলিশের কাছে রয়েছে, প্রয়োজনীয় তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বৃহস্পতিবার অপহৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। প্রত্যেকেই আশা করছিলেন শিশুটি অক্ষত অবস্থায় উদ্ধার হবে। তবে তার মৃত্যুর খবরে প্রত্যেকে শোকাহত।

এলাকায় আগে থেকেই এব্যাপারে যে ক্ষোভ দেখা দিয়েছিল, শিশুর মৃত্যুর খবরে এটা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকেই সড়ক অবরোধ ইত্যাদির কথা বলছেন। তবে পুলিশের তরফে বলা হয়েছে কোনওভাবেই আইন-শৃঙ্খলা লঙ্ঘন করতে দেওয়া হবে না।

Comments are closed.

error: Content is protected !!