৫ মাসের শিশু কোভিড পজিটিভ কাছাড় জেলায়, বরাক উপত্যকায় আজ এখন পর্যন্ত ৮
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের এখন এক ছোট্ট শিশুর কোভিড চিকিৎসা করতে হবে । এক ৫ মাসের শিশুকে আজ কোভিড পজিটিভ পাওয়া যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্যবিভাগের প্রদত্ত তথ্য অনুযায়ী, এই পাঁচ মাসের শিশুর দিল্লি ভ্রমণের বৃত্তান্ত রয়েছে। এই শিশুপুত্রের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এই শিশু ছাড়াও আরও সাত জনের দেহে কোরনা সংক্রমণ আজ ধরা পড়েছে । এই আটজন আজকের প্রথম কিস্তিতে পজিটিভ পাওয়া গেছে, দ্বিতীয় আরেক কিস্তি ফলাফল পরে জানা যাবে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজকে পজিটিভ আসা ৮ জনের মধ্যে কাছাড় জেলার ছয়জন এবং করিমগঞ্জের দুইজন।
কাছাড় জেলার কোভিড আক্রান্তরা হলেন, দর্মিখালের রাহুল রায় (২৩); কাটিগড়ার গুলধানা বেগম বড়লস্কর(২৬); রানীঘাটের রেজওয়ানা বেগম (২২); কাটিগড়া এলাকার শিশু (নাম গোপন রাখা হলো) (৫ মাস); সোনাবাড়িঘাটের তাজিরুল হোসেন (২৮); এবং উধারন্দের বিশ্বজিৎ দাস (২৭)।
করিমগঞ্জ জেলার দুজন হলেন, রামকৃষ্ণ নগরের মহিতোষ দাস (২৩) এবং দুর্লভছড়া এলাকার অনন্ত দে(৪৩)।
আজকে কোভিড শনাক্ত হওয়া রোগীরা সবাই বাইরে থেকে এসেছেন এবং তাদের শরীরে করোনা সংক্রমণের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটেনি।
Comments are closed.