
বরাক থেকে উত্তরপ্রদেশে রওয়ানা হলেন আটকে পড়া ৫৩ জন, আগামীতে আরও যাবেন
বরাক উপত্যকায় আটকে পড়া উত্তরপ্রদেশের ৫৩ জন ব্যক্তিকে ফেরত পাঠালো কাছাড় জেলা প্রশাসন। এইসব আটকে পড়া ব্যক্তিরা ফিরে যাওয়ার আবেদন করে নাম নথিভুক্ত করিয়েছিলেন; তাদের সাথে প্রশাসনিক কর্তৃপক্ষ যোগাযোগ করে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তিনটি বাসে করে প্রথমে গুয়াহাটি রওয়ানা করিয়ে দিয়েছেন; সেখান থেকে তাদের উত্তরপ্রদেশে পাঠানো হবে। জেলা প্রশাসন এবং দুর্যোগ মোকাবেলা বিভাগের যৌথ উদ্যোগে এই কাজটি সম্পন্ন হয়েছে, নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যওয়ান এবং অভিলাষ বারানওয়াল।
উত্তর-পূর্বের বাইরের রাজ্যের যারা আটকা পড়েছেন তাদের পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেয় প্রশাসন। এক্ষেত্রে ফিরে যেতে ইচ্ছুক ব্যক্তিদের একটি জিমেইল এর মাধ্যমে নাম নথিভুক্ত করাতে বলা হয়েছিল। এই ঘোষণার পরে অনেকেই নাম লিখিয়েছিলেন, সেই তালিকা নিয়ে একটি পরিকল্পনা করে বুধবার তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত রামনগরের আইএসবিটিতে স্ক্রিনিং প্রক্রিয়া হয়। প্রয়োজনীয় টেস্ট করানোর পর প্রাথমিক কোন উপসর্গ ধরা না পড়ায় রাতে তিনটি বাসে তাদের গুয়াহাটির উদ্দেশ্যে পাঠানো হয়। এই প্রক্রিয়া তদারকিতে ছিলেন জেলাশাসক কীর্তি জাল্লি সহ অন্যান্য আধিকারিকরা।
রামনগর থেকে রওনা হয়ে তারা প্রথমে সরুসজাই স্টেডিয়ামে যাবেন, সেখানে তাদের আবার প্রয়োজনীয় পরীক্ষা হবে এরপর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এক্ষেত্রে দুই রাজ্যের সরকারের মধ্যে প্রশাসনিক যোগাযোগ হয়েছে এবং যাত্রীদের অত্যন্ত সুরক্ষিত ভাবে ফেরত পাঠানো হচ্ছে।
কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুমের পার্থ দাস, রণবিজয় দাস পুরো ব্যাপারে অক্লান্ত পরিশ্রম করেছেন। জেলা দুর্যোগ মোকাবেলা বিভাগের পক্ষ থেকে রুহেলি নাথ, মনামি ভট্টাচার্য্য, বিশাল চক্রবর্তী সহ অন্যান্যরা তাদের সহযোগিতা করেছেন। প্রক্রিয়াটির তত্ত্বাবধানে ছিলেন আইএএস অভিলাষ বারানওয়াল। আগামীতে আরও কিছু যাত্রীদের এই পদ্ধতিতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
Comments are closed.