
এসওপি মেনে মঙ্গলি দাসের অন্তিম সৎকার সম্পন্ন, হাইলাকান্দিতে আজ পজিটিভ ১৮
হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের বক্রি হাওড় এলাকার কোভিড পজিটিভ রোগী ৫৩ বছরের মঙ্গলি রানী দাস আজ সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বাবুল বেজবড়ুয়া জানিয়েছেন যে, শ্রীমতি দাস ক্যান্সার রোগের সংকট জনক পর্যায়ে ছিলেন।
শ্রীমতি দাসের নশ্বর দেহ আজ হাইলাকান্দি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে বদরপুরঘাট শশান ঘাটে দাহ করেন।
এদিকে, হাইলাকান্দি জেলার আরো ১৮ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে আজ। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার ১৬ জনকে কোভিড পজিটিভ শনাক্ত করা হয়েছিল। এই নিয়ে হাইলাকান্দি জেলার সর্বমোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১০।
স্বাস্থ্য বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জয়মঙ্গল হাইস্কুল এবং পলিটেকনিক ইন্সটিটিউট এবং ডায়েটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আবুল হোসেন লস্কর (২৪), গোলাপ হোসেন (২০), বিলাল উদ্দিন লস্কর (২০), চম্পু দাস(২৭), মিজাজুর রহমান (৩২), জসিম উদ্দিন বড়ভূঁইয়া (২৮), জুবেইর আহমেদ লস্কর(২৩) , জুয়েল আহমেদ (২৪), দিলওয়ার হোসেন (২৩), সারিমুল হক(২৪), আনাম উদ্দিন(২০), রহিম উদ্দিন বড়ভূঁইয়া (২৯) , আরশাদ আহমেদ (১৭), নজমুল হোসেন মজুমদার (২১), আনোয়ার হোসেন লস্কর(২৯), দিলওয়ার হোসেন লস্কর(২২) এবং জাবেদ হোসেন মজুমদার (১৯) কে কোভিড পজিটিভ পাওয়া যায় শুক্রবার। এদের মধ্যে ১৫ জনের মুম্বাই এবং তিনজনের বেঙ্গালুরু ভ্রমণ বৃত্তান্ত রয়েছে।
বৃহস্পতিবার যাদের করোনা সংক্রমণ ধরা পড়েছিল তারা হলেন আফজাল হোসেন, বুরহান আলী লস্কর, নুরুদ্দিন, কলিম উদ্দিন বড় ভূঁইয়া, জুবেইর আহমেদ বড়ভূঁইয়া, সাজির আহমেদ বড় ভূঁইয়া, আনোয়ার হোসেন , সেলিম উদ্দিন, আলতা হোসেন লস্কর, ওয়াইজ উদ্দিন লস্কর, ফখরুল হোসেন চৌধুরী, সুলতান আহমেদ, কালাম উদ্দিন, বিলাল উদ্দিন বড় ভূঁইয়া এবং কবির হোসেন।
হাইলাকান্দিতে বর্তমানে ১০৬০ জন ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ৯১২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
Comments are closed.