Also read in

টানা ৫৬ ঘন্টা নেচে নয়া জাতীয় রেকর্ড গড়লেন শিলচরের নৃত্যশিল্পী রূপেন্দু

একটানা ৫৬ ঘন্টা নেচে জাতীয় স্তরে নয়া রেকর্ড গড়লেন নৃত্যশিল্পী রূপেন্দু দাস। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ রুপেন্দুর ৫৬ ঘন্টার অনুষ্ঠান শেষ হয়। আটটা কুড়ি মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও সবার উৎসাহ উদ্দীপনায় আরো ১৫ মিনিট নৃত্য চালিয়ে যান রূপেন্দু। তাই, তার নয়া রেকর্ড হলো ৫৬ ঘন্টা ১৫ মিনিট। রবিবার ২রা জুন দুপুর ১২ টা ২০ মিনিটে শুরু হয়েছিল রূপেন্দূর অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মৃন্ময়ানন্দজী। দর্শক আসন বেশিরভাগ সময় ফাঁকা থাকলেও রূপেন্দু না থেমে একটানা নৃত্য চালিয়ে যান। তার কয়েকজন বন্ধু সর্বক্ষণ তার পাশে থেকে উৎসাহ যুগিয়ে গেছেন। এই তিন দিনের নৃত্যানুষ্ঠানে মাঝেমধ্যে বিশিষ্টজনেরাও উপস্থিত হয়ে তার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে গেছেন। অনুষ্ঠানের শেষ লগ্নে জেলা বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। আর ছিলেন তার সঙ্গী সহেলি দেব, নবেন্দু সাহা, ববি পাল, সমীরণ চৌধুরী প্রমুখরা।

পঞ্চাশোর্ধ রূপেন্দুর এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন শিলচর বাসীরা। মঞ্চে রাখা খাতায় অনেকেই এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে গেছেন।

Comments are closed.