Also read in

২ নং লিঙ্ক রোডে কোয়ারেন্টাইনে থাকা ৫৯ বছরের ব্যক্তি কোভিড পজিটিভ, সংস্পর্শে আসা ব্যক্তিদ্বয় চিহ্নিত

দ্বিতীয় লিংক রোডের পাচ নং লেনের বাসিন্দা ৫৯ বছর বয়স্ক বিশ্বজিৎ দাস সম্প্রতি কলকাতা থেকে জেলায় ফিরে আসেন। উনার বয়স বিবেচনা করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, সোয়াব টেস্ট আজ কোভিড পজিটিভ এসেছে।

“আমরা উনাকে আন্তরিকভাবে প্রশংসা করতে চাই কারণ বিশ্বজিৎ দাস হোম কোয়ারান্টিনে আসার আগে তার বাড়ির সবাইকে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলেন, যাতে তার সাথে কোনো ধরনের সংস্পর্শ না হয়। তিনি নিজের থেকে সম্পূর্ণ আইসোলেশনে ছিলেন যাতে পাড়া-প্রতিবেশী বা পরিবারের কারোর সংস্পর্শে আসতে না হয়,” জেলা স্বাস্থ্য দপ্তরের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান।

উনার লালার নমুনা যা বিমানবন্দরেই নেওয়া হয়েছিল, পজিটিভ আসার পর একটা অ্যাম্বুলেন্সে তাকে বাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। “আমরা বিশ্বজিৎ দাসের সংস্পর্শে আসা দুজনকে চিহ্নিত করেছি। এর মধ্যে একজন হচ্ছেন বিশ্বজিৎ দাসের ভাই এবং অপরজন অটোচালক যিনি বিশ্বজিত দাসকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। এদের সোয়াব টেস্টের রিপোর্ট আসা পর্যন্ত এই দু’জনকেই কোয়ারেন্টাইনে রাখা হবে,” জানান চৌধুরী।

শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, গত ২৪ ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আরো চারজন রোগীকে ভর্তি করা হয়েছে, এই নিয়ে বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন রোগী রয়েছেন; যার মধ্যে ৩৭ জন পুরুষ এবং ২ জন মহিলা। ইতিমধ্যে ১৪১ জন রোগী সুস্থ হয়ে ফিরে গেছেন এবং দুঃখজনকভাবে দুইজন রোগী মারা গেছেন। ডক্টর গুপ্ত আরো জানান, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ২১,৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Comments are closed.