করোনা ভাইরাসে আক্রান্ত তারাপুর ফায়ার বিগেড কার্যালয়ের ৬ কর্মী
তারাপুর ফায়ার ব্রিগেড কার্যালয়ের ৬ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন কনস্টেবল, এক গাড়ি চালক এবং অন্য আরেক কর্মী রেপিড এন্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন। তারাপুরের অগ্নিনির্বাপক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী টার্গেটের সার্ভিলেন্স প্রোগ্রামের অধীনে তাদের কর্মীদের পরীক্ষা করার জন্য বলা হয়েছিল। এতেই ৬ জন পজিটিভ হয়েছেন।
বিভাগের আধিকারিক জানিয়েছেন, পরীক্ষায় যাদের রেজাল্ট পজিটিভ হয়েছে তারা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছেন। তাদের প্রাথমিক স্তরে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করানো হয়েছে। আগামীতে আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করানো হবে।
কার্যালয়ের ছয় ব্যক্তি একসঙ্গে পজেটিভ হওয়ায় পরিষেবায় কিছুটা বাধা দেখা দিতে পারে। এব্যাপারে পুলিশ সুপার বিএল মিনা জানিয়েছেন, পরিস্থিতির কথা মাথায় রেখে অন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এখন আপাতত খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আরো অধিক সংখ্যক আক্রান্ত হলে চিন্তার কথা।
বরাক উপত্যকায় এই প্রথম ফায়ার ব্রিগেড কর্মচারিরা পজিটিভ হয়েছেন। পরিস্থিতি এখন ধীরে ধীরে আগের থেকে কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন সরকারি আধিকারিকদের অনেকে ইতিমধ্যে পজিটিভ হয়েছেন।
Comments are closed.