Also read in

সাত লাখ পঞ্চাশ হাজার টাকা চুরি হলো অম্বিকাপট্টি এলাকার প্রতিষ্ঠানে, কর্মচারীকে হচ্ছে পুলিশ

ম্যাড অনলাইন শিলচর শহরে একটি নতুন স্টার্টআপ; কিন্তু এক দুঃখজনক ঘটনায় শিলচর অম্বিকাপট্টিস্থিত এই দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৭ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেল। ঘটনাটি ঘটে গত রবিবার দুপুর দেড়টা নাগাদ। এরপর থেকেই এই দোকানের একজন কর্মচারী নিখোঁজ। এই প্রতিষ্ঠানটি ক্রেতা দেরকে বাড়িতে ওষুধ পৌঁছে দেয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহরের তারাপুর এলাকায় বাসিন্দা বিপ্রজিত ভৌমিক আমাদের জানালেন, “রোববারে আমাদের সাপ্তাহিক ছুটির দিন, কর্মচারীটি জানতো ক্যাশ বাক্সে টাকা রয়েছে।” ঘটনার পর শিলচর সদর থানায় প্রাথমিক আজাহার দাখিল করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।

ভৌমিক আমাদের জানালেন, পুলিশ এই প্রতিষ্ঠান সব কর্মচারীদেরকে তদন্তের স্বার্থে ডেকে পাঠিয়েছিল, কিন্তু সুদীপ নাথ নামের একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইলও সুইচ অফ রয়েছে
তাকেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তার বাড়ি সোনাই অঞ্চলে এবং সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

“পুলিশ তার বাড়িতে গিয়ে পিতামাতাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান যে, সুদীপ বলেছিল তার সব ঋণ সে চুকিয়ে দিয়েছে এবং এখন সে মুক্ত” জানালেন বিপ্রজিত ভৌমিক। ভৌমিক আমাদের আরও জানালেন যে সুদীপ এবং তার স্ত্রীকে সর্বশেষ বদরপুর এলাকায় অটোরিক্সাতে দেখা গেছে। “আমাদের সন্দেহ হচ্ছে সে শহর থেকে পালিয়ে গেছে” বললেন ভৌমিক।

Comments are closed.