Also read in

সংস্কৃত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী : ধৃত ৭ জেল হাজতে; সর্বমোট ৫১ বহিস্কৃত

হাইলাকান্দি,২০ জুলাই, সংস্কৃত বোর্ডের চলতি প্রবেশিকা পরীক্ষায় ধৃত সাত প্রক্সি পরীক্ষার্থীকে শুক্রবার জেল হাজতে প্রেরন করল কাটলিছড়া পুলিশ। বৃহস্পতিবার কাটলিছড়ার চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জি সি আর বি এম হাইস্কুল ও গার্লস হাইস্কুল পরীক্ষা কেন্দ্র থেকে সাতজন প্রক্সি পরীক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতরা হল জাকারিয়া আলমামুন, আবু মোস্তাফা লস্কর, দিলোয়ার হোসেন, আহমদ হোসেন, রফিজুল আলম, আফজল হোসেন, ও এক্রামুল হোসেন।। এই সাত প্রক্সি পরীক্ষার্থীরা এদিন আব্দুল ওয়াহাব, ফারুক আহমেদ, মেহবুব হোসেন, সেলিম আলম, সাদুল্লা লস্কর, সাজ্জাদুর রহমান, আব্দুল হামিদ, সানি কান্তি রায়ের নামে পরীক্ষায় বসেছিল।

কাটলিছড়া পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের শুক্রবার আদালতে তোলার পর আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরন করা হয়।

এদিকে এদিন গন-টোকাটুকি’র দায়ে আরও তের জন পরীক্ষার্থী কে বহিস্কার করা হয়। সব মিলিয়ে চলতি সংস্কৃত পরীক্ষায় এ পর্যন্ত ৫১ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছেন।

Comments are closed.

error: Content is protected !!