Also read in

শিলচর জেল থেকে আজ ৭জন রোহিঙ্গাকে মায়ান্মার ফেরত পাঠালো ভারত সরকার

 

ভারত এবং মায়ান্মারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শিলচর জেলে বন্দী ১৩ জন রোহিঙ্গার মধ্যে ৭জনকে মায়ান্মারের ফেরত পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে মনিপুরের মোরে জেলায় ভারত-মায়ান্মার আন্তর্জাতিক সীমান্তে ভারত সরকারের তরফে এদেরকে আনুষ্ঠানিকভাবে মায়ান্মার সরকারের কাছে তুলে দেওয়া হবে।

আজ সকালে শিলচর সেন্ট্রাল জেল থেকে অত্যন্ত কড়া সুরক্ষার মধ্যে তাঁদের নিয়ে মনিপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আপাতত এই সাতজনকে নিজের দেশের নাগরিক বলে স্বীকৃতি দিয়েছে মায়ান্মার সরকার। এই সাতজন প্রায় পাঁচবছর ধরে শিলচর জেলে বন্দী ছিলেন।

রাজ্য সরকারের গৃহসচিব এল এস চাংসানের দেওয়া তথ্য অনুযায়ী, সারা রাজ্যের বিভিন্ন কারাগারে মোট ৩২ জন রোহিঙ্গা বা মায়ান্মারের নাগরিক বন্দী আছেন যারা অবৈধভাবে ভারতে ঢুকে পরেছিলেন। আগে দুজনকে ফিরিয়ে নিয়েছে মায়ান্মার সরকার, এবার সাতজনকে নেওয়া হচ্ছে। তবে সবার ব্যাপারেই মায়ান্মারের বিদেশ মন্ত্রকের কাছে সম্পুর্ণ তথ্য দেওয়া রয়েছে। তারা নাগরিকত্বের স্বীকৃতি দিলে বাকি বন্দীদেরও মায়ান্মার ফেরত পাঠানো হবে।

শিলচর জেলে থাকা ১৩ জন রোহিঙ্গাই করিমগঞ্জের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হয়ে এদেশে আসেন। অনেকেই প্রায় পাঁচ বছর বা তার আগে এদেশে আসেন। তারা মুলত মায়ান্মারের রখিনি জেলা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত বছর সংসদে প্রশ্নোত্তর পর্বে গৃহমন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন যে, ভারতে প্রায় ৪০ হাজার অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গা রয়েছে এবং তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে এব্যাপারে এক হলফনামাও দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফে।

কাছাড়ের জেলাশাসক এব্যাপারে বলেন, সরকারী নির্দেশমতে এখানে থাকা বিদেশীদের তালিকা রাজ্য সরকারের হোম অ্যান্ড পলিটিকাল অ্যাফেয়ার্স বিভাগে পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এবার সাতজনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে পুরোটাই কেন্দ্র সরকারের বিদেশমন্ত্রকের তত্ত্বাবধানে হয়েছে। আমরা আধিকারিক হিসাবে নিজেদের দায়িত্বটুকু পালন করেছি।

আজ যাদের ফেরত পাঠানো হয়েছে তারা হলেন, মহম্মদ জামাল, মকবুল খান, জামাল হুসেন, মহম্মদ ইউনুস, সাব্বির আহমেদ, রহিম উদ্দিন এবং মহম্মদ সেলাম। সবার বয়স প্রায় ২৬ থেকে ৪০ বছরের মধ্যে।
তারা ছাড়াও শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রায় পঞ্চাশের কাছাকাছি বাংলাদেশি নাগরিক বন্দী আছেন যারা অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিলেন। সব মিলিয়ে এখানে ১০৫ জন বিদেশী বন্দী আছেন যার মধ্যে ভারতের সন্দেহজনক নাগরিক বা ডি-ভোটারও রয়েছেন।

Comments are closed.